Advertisement
E-Paper

শিক্ষায় প্রাচীন-আধুনিকের মেলবন্ধন! চালু হল অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের নতুন ওয়েবসাইট

ইআইআইএলএম কলকাতার কর্ণধার, চেয়ারম্যান অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত একটি ওয়েবসাইট চালু করেছেন তিনি। সোমবার সল্টলেকে সেই ওয়েবসাইটের উদ্বোধন হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮
ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। সোমবার।

ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। সোমবার। —নিজস্ব চিত্র।

শিক্ষায় প্রাচীনের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটাতে চালু হয়ে গেল অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের নতুন ওয়েবসাইট। সোমবার কলকাতার সল্টলেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটের পথচলা শুরু হয়েছে। শিক্ষা সংক্রান্ত নিজের চিন্তাধারা এই ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরবেন রমাপ্রসাদ। ব্যবস্থাপনা শিক্ষায় (ম্যানেজমেন্ট এডুকেশন) উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। সেই সঙ্গে বৈদিক নেতৃত্ব, নৈতিক শাসনের আলোচনাতেও তাঁর অবদান অনস্বীকার্য। যাবতীয় বক্তব্য এ বার থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে মিলবে। এই নতুন ওয়েবসাইট একটি জ্ঞানকেন্দ্রে পরিণত হবে বলে আশাবাদী অধ্যাপক।

ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার (পূর্ব ও উত্তর-পূর্ব ভারত) অ্যান্ড্রু ফ্লেমিংয়ের সঙ্গে অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার (পূর্ব ও উত্তর-পূর্ব ভারত) অ্যান্ড্রু ফ্লেমিংয়ের সঙ্গে অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট (ইআইআইএলএম) কলকাতার কর্ণধার, চেয়ারম্যান অধ্যাপক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ এবং ম্যানেজমেন্টে পিএইচডি করেছেন। সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে করেছেন পোস্ট-ডক। তিনি ভারতের ইনস্টিটিউট অফ ডিরেক্টর্সের (আইওডি) সদস্য। এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন রমাপ্রসাদ। শিক্ষা এবং সমাজ সংক্রান্ত তাঁর চিন্তাধারা এবং কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে এই নতুন ওয়েবসাইটটি।

ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

বৈদিক নেতৃত্ব, সামাজিক বিকাশ, এশীয় সংহতির উদ্যোগ, সত্যের অনুসন্ধান এবং সর্বোপরি শিক্ষার বিকাশকে নিজের জ্ঞানচর্চার কেন্দ্রে রেখেছেন রমাপ্রসাদ। তিনি শুধু শিক্ষাবিদ নন, সমাজসেবী বটে। একাধিক সমাজসেবামূলক এবং দাতব্য প্রতিষ্ঠান তিনি স্থাপন করেছেন। অনগ্রসর শিশুদের জীবনের মান উন্নয়নের জন্যও পদক্ষেপ করেছেন রমাপ্রসাদ। নিজের ওয়েবসাইট উদ্বোধনের অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘শিক্ষা এবং নেতৃত্ব সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। কিন্তু সব সময় তা জ্ঞান এবং বৃহত্তর স্বার্থের দ্বারা পরিচালনা করা দরকার। প্রাচীন জ্ঞানের সঙ্গে আধুনিক সীমাবদ্ধতাগুলির মেলবন্ধন ঘটিয়ে আগামী দিনে দায়িত্বশীল নেতা তৈরি করাই আমাদের লক্ষ্য।’’

সোমবার রমাপ্রসাদের ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার (পূর্ব ও উত্তর-পূর্ব ভারত) অ্যান্ড্রু ফ্লেমিং, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ও দক্ষিণ ফ্লরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক এইচ টেলর, লেখিকা রোজান আর টেলর, জিনা অ্যান্ড কোম্পানির পরিচালক লাকি কুলকার্নি, ভারতের প্রাক্তন ইউজিসি সচিব আরকে চৌহান, অভিনেত্রী ঈশা সাহা এবং ইআইআইএলএম-কলকাতার প্রধান পরামর্শদাতা ও মেন্টর এসকে দত্ত।

EIILM Kolkata Website Education Institute
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy