Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ভাড়াটে খুনির গুলিতে বৃদ্ধা খুন, গ্রেফতার তৃণমূল নেতা

ভাড়াটে খুনি লাগিয়ে বৃদ্ধাকে খুনের অভিযোগে ধরা পড়লেন এক তৃণমূল নেতা। কোটি টাকার জমি হাতানোর জন্যই মালদহের রতুয়া ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ওই খুনের ছক করেছিলেন বলে অভিযোগ।

বৃদ্ধা খুনে ধৃত তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন। ছবি: বাপি মজুমদার।

বৃদ্ধা খুনে ধৃত তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন। ছবি: বাপি মজুমদার।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৬
Share: Save:

ভাড়াটে খুনি লাগিয়ে বৃদ্ধাকে খুনের অভিযোগে ধরা পড়লেন এক তৃণমূল নেতা। কোটি টাকার জমি হাতানোর জন্যই মালদহের রতুয়া ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ওই খুনের ছক করেছিলেন বলে অভিযোগ।

মহম্মদ ইয়াসিন নামে ওই তৃণমূল নেতা ও তাঁর গাড়ির চালক জাকির শেখকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করে শুক্রবার দুপুরে। দলের অন্দরে মন্ত্রী সাবিত্রী মিত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত ইয়াসিনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা হয়েছে। প্রকাশ্য মঞ্চে উঠে দলেরই এক নেত্রীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার মামলায় বেশ কিছু দিন গা ঢাকা দিয়ে থাকতেও হয়েছিল তাঁকে। শুধু রতুয়া থানাতেই তাঁর বিরুদ্ধে মারপিট, অপহরণ, অস্ত্র নিয়ে ঘোরাঘুরি-সহ ১১টি মামলা রয়েছে। তবে সব ক’টি মামলায় তিনি জামিনে ছাড়া ছিলেন।

ইয়াসিন গ্রেফতার হওয়ার খবর চাউর হতেই শনিবার সকালে তাঁর অনুগামীরা ‘মিথ্যা অভিযোগে’ গ্রেফতারির অভিযোগ তুলে প্রায় চার ঘণ্টা রতুয়ার বাহারালে রাজ্য সড়ক অবরোধ করে রাখেন। তৃণমূলের পতাকা হাতেই অবরোধ চলে। যদিও পরে দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন দাবি করেন, এটা দলীয় কর্মসূচি নয়। ইয়াসিনও দলের কেউ নন। দুপুরে চাঁচল আদালতে তোলা হলে এসিজেএম অর্জুন মুখোপাধ্যায় ইয়াসিনকে সাত দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী তথা মন্ত্রী সাবিত্রীদেবী অবশ্য দাবি করেছেন, ইয়াসিন দলে আছে কি না তা মনে করতে পারছেন না। তাঁর দাবি, ‘‘পুলিশ কেন ওকে গ্রেফতার করেছে, তা আমি জানি না। ও দলে রয়েছে কি না, তা-ও জেলা সভাপতিই বলতে পারবেন।’’


রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্রের সঙ্গে মহম্মদ ইয়াসিন।—ফাইল চিত্র।

ইয়াসিন যদি তৃণমূলের কেউ না হবেন, তা হলে দলের টিকিটে জিতে পূর্ত কর্মাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদে বসলেন কী করে? মন্ত্রী বা তৃণমূলের জেলা সভাপতির কাছে কোনও উত্তর মেলেনি। তবে মালদহের সাবিত্রী-বিরোধী নেতা তথা মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী দাবি করেন, ‘‘ইয়াসিন কুখ্যাত অপরাধী। আন্তঃরাজ্য দুষ্কৃতীদের সঙ্গে ও যুক্ত বলেও পুলিশ বলছে। এমন কেউ আমাদের নেতা হতে পারে না।’’

তৃণমূলের অন্দরে সাবিত্রী-কৃষ্ণেন্দু বিরোধ নতুন কিছু নয়। মালদহের কালিয়াচক, নওদা-যদুপুর, চাঁচলের বিস্তীর্ণ এলাকায় নানা সময়ে দুষ্কৃতী দলের লড়াইয়ের জেরে সেই কোন্দল প্রকাশ্যে এসেছে। ২০১৩ সালে রতুয়ায় এক অনুষ্ঠানে কৃষ্ণেন্দুবাবুর ঘনিষ্ঠ, জেলায় তৃণমূলের কার্যকরী সভাপতি প্রতিভা সিংহকে মেরে মঞ্চ থেকে নীচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল ইয়াসিনের বিরুদ্ধে। সেই ইয়াসিনও এখন দাবি করছেন, গোষ্ঠী কোন্দলের জেরেই তিনি ফেঁসে গিয়েছেন। তাঁর দাবি, ‘‘আমি দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আগেও চক্রান্তের শিকার হয়ে আমাকে ছ’মাস

বাইরে থাকতে হয়েছিল।’’ তবে কার চক্রান্ত, সে প্রশ্নের কোনও জবাব তিনি দেননি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অগস্ট দুষ্কৃতীদের গুলিতে ৭২ বছরের বৃদ্ধা খুদু মণ্ডল খুন হন। ভালুকা পালপাড়া এলাকায় তাঁর এক বিঘা জমি রয়েছে। এলাকার তিন সিপিএম কর্মী পরিতোষ মণ্ডল, সুরেন ঘোষ ও রেণু মণ্ডলও ওই জমির মালিকানা দাবি করছিলেন। তাই জমি পাহারা দেওয়ার জন্য সামনে বাঁশের মাচা তৈরি করে উপরে ত্রিপল খাটিয়ে কুঁড়ে তৈরি করেন খুদুদেবীর ছেলে মন্টু। বৃদ্ধা ওই ঘরেই থাকতেন।

তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের রাজমহলের বাসিন্দা ঋষিদেব মণ্ডলকে গ্রেফতার করে। সেখানে পুলিশের খাতায় ‘ভাড়াটে খুনি’ বলে চিহ্নিত ঋষিদেব। পুলিশের দাবি, বৃদ্ধাকে খুন করার জন্য ইয়াসিন তাকে ৯০ হাজার টাকায় ভাড়া করেছিল বলে জেরার মুখে ঋষিদেব জানিয়েছে। ঘটনাচক্রে, ঋষিদেব ধরা পড়ার পরেই ইয়াসিন নিজের গাড়ি নিয়ে এলাকা থেকে সরে পড়েন বলে পুলিশ জানতে পারে। তাঁর মোবাইল ফোনের সূত্র ধরে শুক্রবার মাঝরাতে রামপুরহাট থানার পুলিশ তাঁকে আটক করেছিল। এ দিন মালদহ জেলা পুলিশ হরিশ্চন্দ্রপুরে নিয়ে এসে ইয়াসিন ও তাঁর গাড়ির চালককে গ্রেফতার করে।

তবে ভাড়াটে খুনি লাগিয়ে বৃদ্ধাকে খুন করার পিছনে ইয়াসিনের কী স্বার্থ থাকতে পারে, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। স্থানীয় সূত্রের দাবি, যে জমি নিয়ে বিবাদ তার দাম কোটি টাকারো বেশি। তাই নানা রকম চক্রান্ত হয়ে থাকতে পারে। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভাড়াটে খুনিকে জেরা করে মহম্মদ ইয়াসিন নামে এক ব্যক্তি ও তার গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Malda Old age police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE