বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে। অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই বধূকে। আটক বৃদ্ধার নাতি। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে নদিয়া জেলার কল্যাণী থানা এলাকার সগুনা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে। কেন এই হামলা করলেন মহিলা, পুলিশ তা খতিয়ে দেখছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে নবগ্রামে স্নান করতে যাচ্ছিলেন প্রাণপ্রেয়সী বারুই। তাঁর বয়স প্রায় ৮০ বছর। অভিযোগ, সেই সময় হঠাৎ তাঁর পুত্রবধূ উপাসনা বারুই তাঁর উপর চড়াও হন। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন শাশুড়িকে। আহত হয়ে চিৎকার করে ওঠেন বৃদ্ধা। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। জখম ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি প্রাণপ্রেয়সী।
প্রতিবেশীরাই খবর দেন কল্যাণী থানার গয়েশপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তারা গ্রেফতার করে অভিযুক্ত উপাসনাকে। ঘটনার সময়ে বাড়িতে ছিলেন বৃদ্ধার নাতি দীপঙ্কর। তাঁকেও আটক করেছে পুলিশ। যে অস্ত্র দিয়ে বৃদ্ধাকে আঘাত করা হয়েছিল, সেটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।