এক বছর ধরে ফেরার ছিল সে। জাল নোটের মামলায় অভিযুক্ত সেই রুবেল মিয়াঁ ধরা পড়ল মালদহের কালিয়াচকে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র গোয়েন্দারা জানান, বাংলাদেশ থেকে ভারতে চোরাপথে ঢোকা জাল নোটের দেশব্যাপী কারবারে জড়িত রুবেল। গত বছর অগস্টে ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স থেকে একটি মামলা এনআইএ-র হাতে আসে। ডিআরআই তদন্তের গোড়ায় ১০ লক্ষ টাকারও বেশি জাল নোট উদ্ধার করেছিল, গ্রেফতার করেছিল ওড়িশার ঢেঙ্কানলের বাসিন্দা এক ব্যক্তিকে। পরে এনআইএ জানতে পারে, পশ্চিমবঙ্গ তো বটেই, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লিতেও চক্রের জাল ছড়ানো। গত মার্চে পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে এনআইএ। কালিয়াচকের ঘোষপাড়ার বাসিন্দা রুবেলের নাম তাতে ছিল না। সোমবার রুবেলকে কলকাতার এনআইএ আদালতে তোলা হয়। বিচারক তাকে পাঁচ দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দেন।