Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Calcutta High Court

স্ত্রীকে চাকরি দিয়ে বহিষ্কৃত হলেন এসএসএসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান!

ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ওই চাকরি পাইয়ে দেন স্ত্রীকে।

Calcutta High Court

কলকাতা হাই কোর্ট —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ ১২:৩৬
Share: Save:

এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের পদ থেকে শেখ সিরাজউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। কলকাতা হাই কোর্টে জানিয়ে দিল রাজ্য। বুধবার আদালতে রাজ্য জানিয়েছে নিয়োগ মামলায় আদালতের নির্দেশ মেনেই কাজ হয়েছে।

বেআইনি ভাবে স্ত্রীকে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের বিরুদ্ধে। সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য ছিল, ‘‘ওই চেয়ারম্যানকে অবিলম্বে হেফাজতে নেওয়া দরকার।’’ বুধবার সেই মামলার শুনানিতে রাজ্য জানিয়ে দিয়েছে ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছেন শেখ সিরাজউদ্দিন।

মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিআইডি। ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে রাজ্য তদন্তকারী সংস্থা। বেআইনি নিয়োগ নিয়ে আরও তদন্ত শুরু করেছে তারা। সেই তদন্তে উঠে আসে এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানও স্ত্রী জাসমিন খাতুনকে নিয়ম-বহির্ভূত ভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ওই চাকরি পাইয়ে দেন স্ত্রীকে। আদালতের তথ্য অনুযায়ী, ২০১১ সালে পরীক্ষা দেন সিরাজের স্ত্রী জাসমিন। ২০১৫ সালে ওই চাকরির প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, ২০১৯ সালে মেয়াদ উত্তীর্ণ সেই প্যানেল থেকেই চাকরি পেয়ে গিয়েছেন জাসমিন নামে ওই চাকরিপ্রার্থী। যা নিয়ে সোমবার বিচারপতি বসু মন্তব্য করেছিলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ করুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court SSC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE