Advertisement
E-Paper

সরকারের ভাড়া করা গাড়ির অর্থ মেটাতে নয়া পদক্ষেপ রাজ্যের, অনলাইন ব্যবস্থার সূচনা, বাড়বে স্বচ্ছতা ও গতি

নতুন এই অনলাইন পদ্ধতির সূচনা হচ্ছে রাজ্যের অর্থ দফতর থেকেই। ধাপে ধাপে অন্যান্য দফতর এবং জেলাগুলিতেও এই ব্যবস্থা চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, গাড়ির নম্বর এবং কত কিলোমিটার চলেছে— এই তথ্য অনলাইনে দিলেই স্বয়ংক্রিয় ভাবে মোট ভাড়ার অঙ্ক নির্ধারিত হয়ে যাবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৪:১৩
online system for payment of government rental car fare introduced

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সরকারি কাজে ভাড়া নেওয়া গাড়ির অর্থ মেটানোর পদ্ধতিতে বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। এত দিন পর্যন্ত এই ভাড়া অফলাইন পদ্ধতিতে বা হাতে হাতে নগদে মেটানো হত। কিন্তু এ বার থেকে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থায় গাড়ির ভাড়া পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভাড়া করা গাড়ি এবং চালকদের কত টাকা দেওয়া হচ্ছে, তার সমস্ত তথ্যই থাকবে ডিজিটাল মাধ্যমে। প্রশাসনিক মহলের মতে, এতে একদিকে যেমন আর্থিক স্বচ্ছতা বাড়বে, তেমনই ভাড়া মেটানোর প্রক্রিয়াও অনেক দ্রুত হবে।

নতুন এই অনলাইন পদ্ধতির সূচনা হচ্ছে রাজ্যের অর্থ দফতর থেকেই। ধাপে ধাপে অন্যান্য দফতর এবং জেলাগুলিতেও এই ব্যবস্থা চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, গাড়ির নম্বর এবং কত কিলোমিটার চলেছে—এই তথ্য অনলাইনে দিলেই স্বয়ংক্রিয় ভাবে মোট ভাড়ার অঙ্ক নির্ধারিত হয়ে যাবে। ফলে দীর্ঘদিন ধরে হিসাব মেলানো ও পেমেন্ট আটকে থাকার সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা।

এ ছাড়াও এই ব্যবস্থার মাধ্যমে ভাড়া নেওয়া গাড়ির দূষণ সংক্রান্ত ছাড়পত্র, বিমা এবং অন্যান্য বৈধ নথি আছে কি না, তা অনলাইনেই যাচাই করা যাবে। পাশাপাশি রাজ্য জুড়ে সরকারি কাজে ব্যবহৃত সমস্ত ভাড়া গাড়ির একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার তৈরি হবে। প্রশাসনের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে পরিবহণ ব্যবস্থাপনাকে আরও আধুনিক করে তুলবে।

West Bengal Finance Department Online Payment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy