নিজের নকশা করা পোশাকে প্রায়ই দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। আদতে তিনি ফ্যাশন ডিজ়াইনার। এ বার রামের ছবি এবং ‘জয় শ্রীরাম’ লেখা শাড়ি পরে প্রশ্নের মুখে পড়তে হল আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ককে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অন্ডাল বিমানবন্দরে স্বাগত জানাতে এবং তাঁর দুর্গাপুরের সভাতেও শুক্রবার ছিলেন অগ্নিমিত্রা। কিন্তু সেই সময়ে তিনি যে শাড়ি পরেছিলেন, তাতে রামের ছবি উল্টো রয়েছে এবং পায়ের কাছে পর্যন্ত ‘জয় শ্রীরাম’ লেখা রয়েছে দেখে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস ও বিভিন্ন মহল। বিতর্কের মুখে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়ে শনিবার দুঃখপ্রকাশ করেছেন অগ্নিমিত্রা। রামকে তাঁর ‘শক্তি, প্রেরণা’ হিসেবে উল্লেখ করে বিজেপি বিধায়ক এ দিন বলেছেন, “কারও অনুভূতিতে আঘাত দিতে চাইনি। এই শাড়ি আমার ভক্তির প্রতিফলন, আত্মার উপাসনার বহিঃপ্রকাশ। এই পোশাকের মধ্যে দিয়ে রামকে হৃদয়ে শ্রদ্ধা ও ভালবাসা-সহ বহন করি। আমি নম্র রামভক্ত।” এর সঙ্গেই অগ্নিমিত্রার সংযোজন, “অজান্তে কারও অনুভূতিতে আঘাত দিয়ে থাকলে আন্তরিক ভাবে দুঃখিত।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)