সব ঠিক থাকলে আগামী শুক্রবার রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। পরের দিন অর্থাৎ শনিবার তিনি একটি জনসভাও করতে পারেন। তবে কোথায় জনসভা হবে, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গ্রামকে শক্তিশালী করতে কর্মসূচি নিচ্ছে বিজেপি। সেই উপলক্ষে পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতি রাজ সম্মেলন করতে চলেছে তারা। আগামী ১১-১২ অগস্ট পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ওই সম্মেলন হবে। পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বিজেপির জেলা সভাধিপতি ( যে রাজ্যে পঞ্চায়েতের ঊর্ধ্ব স্তরের যে প্রধান পদ আছে) ও জেলা পরিষদে জয়ী প্রার্থীরা এই কর্মসূচিতে যোগ দেবেন। রাজ্য থেকে পদ্ম প্রতীকে জয়ী ৩১ জন জেলা পরিষদ সদস্যও যোগ দিতে পারেন বৈঠকে। সেখানে থাকার কথা দলের সর্বভারতীয় সভাপতি নড্ডার। উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়ালেরও। পঞ্চায়েতি রাজ সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)