Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Partha Chatterjee

হাসপাতালে উড়ে এসেছিল জুতো, এ বার সেই পার্থকেই আদালত চত্বরে শুনতে হল ‘চোর চোর’ স্লোগান!

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ দুপুর ১২টা নাগাদ আলিপুর আদালতে হাজিরা দেন। এর পর দুপুর ২টো নাগাদ তিনি যখন আদালত থেকে বেরোচ্ছেন, সেই সময় চত্বর জুড়ে ওঠে ‘চোর চোর’ চিৎকার।

ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থকে এ বার নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই।

ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থকে এ বার নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। ফাইল চিত্র ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৩
Share: Save:

শুনানি শেষে শুক্রবার আদালত থেকে বেরোতেই পার্থ চট্টোপাধ্যায়কে দেখে উঠল ‘চোর চোর’ স্লোগান। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী পার্থ দুপুর ১২টা নাগাদ আলিপুর আদালতে হাজিরা দেন। এর পর দুপুর ২টো নাগাদ তিনি যখন আদালত থেকে বেরোচ্ছেন, সেই সময় চত্বর জুড়ে ওঠে ‘চোর চোর’ চিৎকার।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যাঁরা আদালত চত্বরে ‘চোর’ স্লোগান তোলেন তাঁদের মধ্যে ছিলেন র়ঞ্জনকুমার মণ্ডল এবং শহনাজ বেগম। পেশায় দুজনেই আইনজীবী। পরে র়ঞ্জন জানান, অন্য কাউকে নয়, পার্থকে দেখেই তিনি চোর বলে চিৎকার করেন। কারণ হিসাবে তিনি বলেন, ‘‘চোর! চোরই তো। জালিয়াতি করেছে। শাস্তি হওয়া উচিত। কিছুতেই জামিন পাওয়া উচিত না। কোটি কোটি টাকা নয়ছয় করেছে।’’

রঞ্জনের কথায় সায় দেন শহনাজও। তিনি বলেন, ‘‘কেন ওঁকে চোর বলা হবে না! কাউকে কাজ দিয়েছেন? আমার আত্মীয়ের কাছ থেকেও টাকা নিয়েছিলেন। এখনও সে চাকরি পায়নি।’’

এর আগে জোকার ইএসআই হাসপাতাল থেকে বার হওয়ার মুখে পার্থকে লক্ষ্য করে জুতো ছোড়েন শুভ্রা ঘোড়ুই নামে এক মহিলা। পার্থকে জুতো ছুড়ে তিনি বলেছিলেন, ‘‘ওঁকে জুতো মারতে এসেছিলাম। জুতো মেরে এখন খালি পায়ে বাড়ি যাব। কত গরিব মানুষের টাকা... কোটি কোটি টাকা নিয়ে ফ্ল্যাট কিনছে! এসি গাড়ি চড়িয়ে হুইল চেয়ারে করে ঘোরাচ্ছেন (পার্থকে)! গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবেন। আমি আরও খুশি হতাম, ওই জুতোটা যদি ওঁর টাকে লাগত।’’

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হওয়া পার্থকে এ বার নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এসএসসি নিয়োগে ‘দুর্নীতি’তে মূল অভিযুক্ত আসলে পার্থ। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিজেদের হেফাজতে চেয়ে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তারা। এমনটাই সিবিআই সূত্রে খবর। শুক্রবার সে কারণেই আদালতে হাজিরা দিতে এসেছিলেন পার্থ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE