Advertisement
১৯ মে ২০২৪

প্রকল্প প্রচারে শিক্ষকদেরও চান পার্থ

সরকারি প্রকল্পের প্রচারে দলীয় সংগঠনের শিক্ষকদের রাস্তায় নামার আহ্বান জানান তিনি।

বক্তা: শিক্ষক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়। রবিবার। ছবি: স্বাতী চক্রবর্তী।

বক্তা: শিক্ষক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়। রবিবার। ছবি: স্বাতী চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ০৪:২৭
Share: Save:

বিভিন্ন দাবি পূরণ হবে বলে আশায় বুক বেঁধেছিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা। কিন্তু রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলনে সরাসরি কোনও দাবি পূরণের দিকে যাননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সরকারি প্রকল্পের প্রচারে দলীয় সংগঠনের শিক্ষকদের রাস্তায় নামার আহ্বান জানান তিনি।

পার্থবাবু বলেন, ‘‘সকলেই দাবির কথা বলছেন। কিন্তু কেউ দায়িত্বের কথা বলছেন না!’’ দায়িত্ব সম্পর্কে শিক্ষকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। তোলেন সরকারি প্রকল্পের প্রচারে দলীয় সংগঠনের শিক্ষকদের অংশগ্রহণের কথা। মন্ত্রী বলেন, ‘‘আপনারা বরঞ্চ রাস্তায় নেমে বলুন, সরকার কী করেছে। আপনারা ঘুমিয়ে থাকবেন আর মুখ্যমন্ত্রী, অন্য মন্ত্রীরা রাস্তায় নামবেন— এটা তো হতে পারে না।’’ তিনি মন্তব্য করেন, বাম আমলে তাদের শিক্ষক সংগঠন যে-ভাবে নির্বাচনের কাজে যোগ দিত এবং যে-ভাবে সরকারের পাশে দাঁড়াত, তৃণমূল সরকারের আমলে দলের শিক্ষক সংগঠন সেই ভাবে সরকারের পাশে থাকে না। পার্থবাবু বলেন, ‘‘বাম আমলে শিক্ষক সংগঠন সরকারের প্রতি যত ‘কমিটেড’ (দায়বদ্ধ) ছিল, এখন সেটা দেখা যাচ্ছে না।’’

শিক্ষামন্ত্রী পরে অবশ্য আশ্বাস দেন, শিক্ষকদের দাবিদাওয়ার বিষয়টি তিনি দেখবেন। সম্মেলনের প্রথমেই শিক্ষকদের শৃঙ্খলাপরায়ণ হওয়ার পরামর্শ দেন পার্থবাবু। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘‘সকলেই দাবির কথা বললেন। কিন্তু কেউ দায়িত্বের কথা বললেন না। পড়ুয়ারা মিড-ডে মিল ঠিকমতো পাচ্ছে কি না, সেটাও দেখছেন না।’’

শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘শুধু নিজেদের নিয়ে ভাবব, অথচ যাদের নিয়ে আছি, তাদের কথা ভাবব না— এটা কি ঠিক কাজ করছেন?’’ স্কুলে শিক্ষকের যথাযথ হাজিরা, যেটুকু স্কুলছুট রয়েছে, তা কমিয়ে আনা, পড়ুয়াদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলাও যে শিক্ষকের কাজ, সেটা স্মরণ করিয়ে দেন তিনি। বাম জমানাকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘‘২০১০ সালে যখনই ওরা বুঝে যায় যে, মমতা-ঝড়ের সামনে টিকতে পারবে না, তখন ওদের সরকার যা ইচ্ছে তা-ই করে গিয়েছে। শিক্ষক বেশি, শুধু পড়াশোনাটাই নেই!’’

যোগ্যতার ভিত্তিতে বেতন-কাঠামো পরিবর্তনের দাবিতে পথে নেমেছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওই সংগঠনকে কটাক্ষ করে দলীয় সংগঠনের শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বার্তা দেন, উস্তি নিয়ে বেশি মাতামাতি করে লাভ নেই।

সম্মেলনে শিক্ষামন্ত্রী কী বলেন, সেই দিকে তাকিয়ে ছিল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও। দাবি পূরণ না-হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে জানিয়েছিল তারা। এ দিন শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই সংগঠনের সম্পাদিকা পৃথা বিশ্বাস বলেন, ‘‘যে-শিক্ষকদের সম্মেলনে এটা বলা হয়েছে, তাঁরাই বিচার করুন, আমাদের দাবি ন্যায্য কি না। এই দাবিতে আন্দোলন চলবেই।’’

শিক্ষক-নেতা স্বপন মণ্ডল বলেন, ‘‘অনেকের দাবি পূরণের আশা ছিল। সেটা মিটল না। এটা সরকারের পক্ষে ভাল হবে বলে মনে হয় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teacher Partha Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE