E-Paper

শুভঙ্করের চিঠি, বিমানের সমর্থন ঘোষণা কালীগঞ্জে

বামফ্রন্টের আনুষ্ঠানিক বিবৃতির পাশাপাশি নদিয়া জেলায় সিপিএম তথা বাম নেতৃত্বকে কংগ্রেস প্রার্থীর হয়ে নির্বাচনের কাজে নামতে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ০৯:২৯
(বাঁ দিকে) শুভঙ্কর সরকার এবং  বিমান বসু (ডান দিকে)।

(বাঁ দিকে) শুভঙ্কর সরকার এবং বিমান বসু (ডান দিকে)। —ফাইল চিত্র।

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে ‘জোটে জট’ শেষ কেটে গেল। তাঁদের মনোনীত প্রার্থী কাবিলউদ্দিন শেখের জন্য সমর্থন চেয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার চিঠি দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে। পত্রপাঠ সমর্থনের কথা জানিয়ে বামফ্রন্টের অবস্থান স্পষ্ট করে দিলেন বিমানও। বামফ্রন্টের আনুষ্ঠানিক বিবৃতির পাশাপাশি নদিয়া জেলায় সিপিএম তথা বাম নেতৃত্বকে কংগ্রেস প্রার্থীর হয়ে নির্বাচনের কাজে নামতে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর।

নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনে আরএসপি এ বার লড়তে চাইলেও ওই আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল বামফ্রন্ট। সিপিএম নিজের প্রতীকে প্রথমে লড়ার ইচ্ছার কথা জানালেও পরে পিছিয়ে এসেছিল। কিন্তু কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক ভাবে সমর্থন চাওয়া হয়নি বলে বামফ্রন্ট এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারছিল না বলে সূত্রের খবর। যার জেরে নদিয়ায় বাম কর্মী-সমর্থকেরা কংগ্রেস প্রার্থী পক্ষে প্রচারে নামছিলেন না। এই পরিস্থিতিতে দিল্লি থেকে কলকাতায় ফিরে রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর চিঠি পাঠিয়েছেন বিমানকে। সূত্রের খবর, ২০২১ সালে ‘ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল শক্তির সমর্থনে হাত প্রতীক নিয়ে কংগ্রেসের প্রার্থী’ কালীগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে উল্লেখ করে এই উপনির্বাচনেও তাঁদের প্রার্থীকে সমর্থনের জন্য চিঠিতে বামফ্রন্ট চেয়ারম্যানের কাছে আবেদন জানিয়েছেন প্রদেশ সভাপতি। ‘ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল তথা তৃণমূল এবং বিজেপি-বিরোধী শক্তির কাছে’ এবং ‘দলগত ভাবে’ বিমানদের সমর্থন প্রত্যাশা করেছেন তিনি।

তার পরেই ওই আবেদনের কথা উল্লেখ করে বিবৃতি দিয়ে ফ্রন্ট চেয়ারম্যান বলেছেন, ‘২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ (৮০) বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সঙ্গে আসন বোঝাপড়ার ভিত্তিতে কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং রাজ্য বামফ্রন্ট তাঁকে সমর্থন করেছিল। এ বার এই আসনে উপনির্বাচনে আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে কংগ্রেসের প্রার্থী কাবিলউদ্দিন শেখকে সমর্থন করছি’।

শুভঙ্কর এ দিন বলেছেন, ‘‘আর জি কর-কাণ্ড থেকে শুরু করে শিক্ষকদের চাকরি বাতিল, নানা ঘটনায় তৃণমূল সরকারের জনবিরোধী চেহারা সামনে এসেছে। একই সঙ্গে কেন্দ্রের শাসক এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ভূমিকাও স্পষ্ট হয়ে গিয়েছে। এই প্রেক্ষিতে কালীগঞ্জে উপনির্বাচনে প্রগতিশীল, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে বামফ্রন্টের সমর্থন আমরা চেয়েছি। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে সমর্থন করে জনজীবনের প্রকৃত সমস্যা তুলে ধরতে সহায়তা করার জন্য কালীগঞ্জের মানুষের কাছেও আবেদন জানাচ্ছি।’’ কেরলে একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এ দিনই প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে তৃণমূল। সেই প্রসঙ্গেও শুভঙ্করের দাবি, ‘‘ওই রাজ্যে কংগ্রেস ও বামেদের লড়াই রয়েছে রাজনীতিতে শুদ্ধতা রক্ষার জন্য। প্রিয়ঙ্কা গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়েনাড়ের মধ্যে একটি বিধানসভা উপনির্বাচন হচ্ছে। কখনও গোয়া, কখনও মেঘালয় বা ত্রিপুরা, কখনও কেরলে প্রার্থী দিয়ে তৃণমূল আসলে বিজেপি-বিরোধী শক্তিকে দুর্বল করতে চাইছে।’’ কালীগঞ্জে দলীয় প্রার্থীর মনোনয়ন পেশের দিনে আজ, সোমবার উপস্থিত থাকার কথা প্রদেশ সভাপতির।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress CPIM Left Subhankar Sarkar Biman Bose

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy