Advertisement
২৫ এপ্রিল ২০২৪
PDS

PDS: ‘নতুন বিকল্প বাম’, ডাক পিডিএসের

সমস্ত বাম শক্তিকে এই বিকল্প গড়ার উদ্যোগে শামিল করত সচেষ্ট থাকবে পিডিএস।

সমীর পূততুণ্ড

সমীর পূততুণ্ড ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ০৭:০১
Share: Save:

বাম বিকল্পের কথা বলা হচ্ছে অনেক দিন ধরে। তার বদলে ‘নতুন বিকল্প বাম’ শক্তি গড়ে তোলার ডাক উঠে এসেছে পিডিএসের সপ্তম রাজ্য সম্মেলনে। মৌলালির স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে ওই সম্মেলনে আলোচনা করতে উপস্থিত ছিলেন কেরলের সিএমপি-র সম্পাদক সি পি জন, অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত। লিখিত বক্তব্য পাঠিয়েছিলেন সৌরীন ভট্টাচার্য। তাঁদের আলোচনা এবং সমীর পূততুণ্ডদের আনা প্রস্তাবে বলা হয়েছে, বামেদের বিকল্প বাম— এই মনোভাব ছেড়ে সঙ্কীর্ণতামুক্ত, গণতান্ত্রিক বিকল্প বাম শক্তি গড়ে তুলতে হবে। কোনও একটি বাম দলের উদ্যোগে এই কাজ করা যাবে, এমন ভাবনার বাস্তবতা নেই। সমস্ত বাম শক্তিকে এই বিকল্প গড়ার উদ্যোগে শামিল করত সচেষ্ট থাকবে পিডিএস। সম্মেলন থেকে পিডিএসের রাজ্য সম্পাদক ও সভাপতি পদে ফের নির্বাচিত হয়েছেন অনুরাধা পূততুণ্ড ও সত্যেন রায়। গড়া হয়েছে ৮৫ জনের নতুন কাউন্সিল, ৫৭ জনের রাজ্য কার্যকরী কমিটি এবং ১৫ জনের রাজ্য সম্পাদকমণ্ডলী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PDS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE