বছর ঘুরলেই ভোট। তাই নতুন বছরের গোড়াতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসুন, সুর চড়ান তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে— এমনটাই চাইছেন রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ।
রাজ্য বিজেপি সূত্রের মতে, চলতি মাসে পশ্চিমবঙ্গে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে মোদীর। সংসদ চলাকালীন প্রধানমন্ত্রীর ওই সফর হতে পারে বলে রাজ্য নেতৃত্বকে জানিয়ে রাখা হয়েছে। আগামী ১৩-১৪ ডিসেম্বরের মধ্যে যে কোনও একটি দিন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে যেতে পারেন। দু’সপ্তাহ বাকি থাকলেও এখনও ওই সফর নিয়ে কোনও চূড়ান্ত নির্দেশ আসেনি রাজ্য নেতৃত্বের কাছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এখনও প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে চূড়ান্ত কথাবার্তা হয়নি।’’
রাজ্য নেতৃত্ব চাইছেন, সংসদীয় অধিবেশন বা অন্য ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী এ মাসে আসতে না পারলেও আগামী মাসের গোড়ায় তিনি আসুন! তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে যে লড়াই, নতুন বছরে তার সূচনা হোক প্রধানমন্ত্রীর হাত ধরেই! সে ক্ষেত্রে বছরের গোড়া থেকেই আন্দোলনে নামার অক্সিজেন পাবেন দলীয় কর্মীরা।
রাজ্য বিজেপি সূত্রের মতে, অতীতে তৃণমূলের বিরুদ্ধে ব্রিগেডে সভা করেছিল বিজেপি। তাতে ভিড় হয়েছিল ঠিকই, কিন্তু ভোটের বাক্সে প্রতিফলন নিয়ে প্রশ্ন রয়েছে দলের অভ্যন্তরেই। এ বারে তাই ব্রিগেডের ধাঁচে বড় মাপের সভার বদলে ছোট ছোট এলাকায় সভা করার পরিকল্পনা নিয়েছে দল। যাতে স্থানীয় মানুষের কাছে আরও বেশি করে পৌঁছনো যায়।
আজ সংসদে রাজ্যের পরিস্থিতি নিয়ে শমীকের সঙ্গে এক প্রস্ত কথা হয় সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নড্ডার। তিনি শমীককে জানান, পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্ব বিশেষ করে কর্মী-সমর্থকেরা কী ধরনের নেতিবাচক পরিস্থিতির মধ্যে শাসক দলের মোকাবিলা করে চলেছেন, সে বিষয়ে বাংলার মানুষকে বেশি করে অবহিত করা প্রয়োজন। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের হত্যা, অত্যাচারের মতো বিষয়গুলি জনমানসে আরও বেশি করে তুলে ধরার পরামর্শ দেন নড্ডা। সংসদীয় অধিবেশন শেষ হওয়ার পরে পশ্চিমবঙ্গ সফরে যাবেন নড্ডাও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)