আবার আসছে দল। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ধরা পড়া বিভিন্ন ঘাটতি-খামতির সুরাহায় রাজ্য সরকার যে-সব ব্যবস্থা গ্রহণের তথ্য কেন্দ্রের কাছে পাঠিয়েছে, তা খতিয়ে দেখতে রাজ্যের ১০টি জেলায় আসছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পর্যবেক্ষক ও অফিসারেরা।
আবাস যোজনা নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল একাধিক বার বঙ্গে এসেছে আগেই। তারা কিছু পদক্ষেপের সুপারিশ করেছিল রাজ্য সরকারের কাছে। কেন্দ্র জানিয়েছিল, রাজ্যের তরফে সেই সব ব্যবস্থা গ্রহণ করে তার তথ্য পাঠাতে হবে দিল্লিতে। ৬ মার্চ সরকারি ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ বা ব্যবস্থাগ্রহণের রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠিয়েছিল রাজ্য। সেই সব ব্যবস্থা বাস্তবে কতটা গ্রহণ করা হয়েছে, কার্যত সেটাই মিলিয়ে দেখতে কেন্দ্রীয় দল আবার আসছে রাজ্যে। ফলে জেলা প্রশাসনগুলি যাতে প্রস্তুত থাকে, রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথনের কাছে লিখিত ভাবে সেই সুপারিশ করেছে কেন্দ্র।
মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, নদিয়া, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং, পূর্ব বর্ধমান এবং কালিম্পং— ১৫ দিনের মধ্যে পর্যবেক্ষক দলগুলিকে রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের গ্রামীণ আবাস শাখায়।
পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “আগে থেকেই আমরা বুঝতে পারছি, কেন্দ্র টাকা দেবে না বলে এ-সব করছে। তুলনামূলক ভাবে দেখলে অন্যান্য রাজ্যের মতো গরমিল হয়নি পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় দল নিজেরাই তো খামতি খুঁজে পায়নি। রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, এত দিন বাদে তা খতিয়ে দেখার যুক্তি কী?
বঙ্গে আবাস যোজনায় দীর্ঘ কাল বরাদ্দের জোগান বন্ধ রেখেছে কেন্দ্র। মাঝখানে উপভোক্তা-তালিকায় চূড়ান্ত অনুমোদন বা ছাড়পত্র দিলেও প্রথম কিস্তির কেন্দ্রীয় বরাদ্দ আসেনি। ফলে নির্বাচিত উপভোক্তাদের বাড়ি তৈরির কাজও শুরু করতে পারেনি রাজ্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)