Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

৩০ নভেম্বর ২০২১ ই-পেপার

প্রয়াত কবি অলোকরঞ্জন

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ১৮ নভেম্বর ২০২০ ০৩:২০
বহু বাঙালির কবিতা লেখার আবেগ একদা উস্কে দিয়েছিলেন অলোকরঞ্জন। —ফাইল চিত্র।

বহু বাঙালির কবিতা লেখার আবেগ একদা উস্কে দিয়েছিলেন অলোকরঞ্জন। —ফাইল চিত্র।

কবি অলোকরঞ্জন দাশগুপ্ত মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। গত চার দশক ধরে জার্মানির বাসিন্দা কবি স্থানীয় সময় রাত ন’টা নাগাদ প্রয়াত হন। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এ দিন তাঁর বন্ধু এলিজাবেথ ফোনে এ খবর জানান।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে গিয়েছিলেন অলোকরঞ্জন। বৈদগ্ধ্য আর সৃষ্টির আশ্চর্য সমন্বয় তাঁর জীবন জুড়ে। শ্রেষ্ঠ কবিতার উৎসর্গে লেখেন, ভগবানের গুপ্তচর মৃত্যু এসে বাঁধুক ঘর/ ছন্দে, আমি কবিতা ছাড়ব না'! যা একদা উস্কে দিয়েছিল বহু বাঙালির কবিতা লেখার আবেগ।

আরও পড়ুন: অনন্ত নক্ষত্রবীথি তুমি, অন্ধকারে

Advertisement

আরও পড়ুন

Advertisement