Advertisement
E-Paper

ভুয়ো তৎকালে খোঁজ ‘স্পার্কে’র

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ০৪:৪৭
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

ট্রেনের তৎকাল টিকিটের কালোবাজারি রুখতে রেল পুলিশের অভিযানে হ্যাকিং সফটওয়্যার ‘রেড মির্চির’ কথা জানা গিয়েছিল আগেই। রবিবার ঝাড়খণ্ডের চাকুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায় অভিযানে জানা গিয়েছে নতুন এই হ্যাকিং সফটওয়্যার ‘স্পার্কে’র নাম। ওই অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। ধৃত মহম্মদ ইরফান আনসারি ও তাঁর ভাই মহম্মদ সারফরাজ আনসারি সাইবার ক্যাফের আড়ালে টিকিট জালিয়াতির ফাঁদ পেতেছিল।

ধৃতদের থেকে তিনটি ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, কম্পিউটার মিলেছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১ লক্ষ ৯ হাজার টাকা মূল্যের ৩২টি তৎকাল টিকিট ও নগদ প্রায় ২৭ হাজার টাকাও। খড়্গপুরে রেলের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার অশোককুমার রায় বলেন, “রেড মির্চি’ ও ‘স্পার্ক’ একই ধরনের সফটওয়্যার।’’ তিনি মানছেন, ‘‘আমাদের যা লোকবল তা দিয়ে এই সফটওয়্যারের কারবার বন্ধ কঠিন।’’

রেল অনুমোদিত টিকিট এজেন্ট ও অন্য এজেন্টরা আগে থেকেই পূরণ করে রাখছেন তৎকাল টিকিটের ফর্ম। টিকিট কাটার সময় চালু হলেই আইআরসিটিসি-র অ্যাকাউন্টে ভুয়ো ব্যক্তিগত ইউজার আইডি ব্যবহার করে রেড মির্চির সাহায্যে সেকেন্ডের মধ্যে কাটা হয়ে যাচ্ছে তৎকাল টিকিট। একই ভাবে ব্যবহার হচ্ছে স্পার্কও। কালোবাজারি রোখার অভিযানে আগেও কয়েক জন গ্রেফতার হয়েছে। কিন্তু রেলের বর্তমান পরিকাঠামোয় এই ধরনের সফটওয়্যারের রমরমা রোখা কার্যত অসম্ভব বলেই মনে করছেন রেলের আধিকারিকরা।

আরপিএফের হাতে রেলের আইন প্রয়োগের ক্ষমতা থাকলেও সাইবার ক্রাইমের মামলায় আইটি আইন প্রয়োগের ক্ষমতা নেই। এখনও প্রায় ১৯টি মামলা হলেও আইটি আইনে মামলা রুজু করতে গিয়ে হোঁচট খাচ্ছে আরপিএফ। সমস্যা সমাধানে দিন তিনেক আগেই ই-টিকিটের দায়িত্বপ্রাপ্ত সংস্থা আইআরসিটিসি-র জিএমের কাছে চিঠি দিয়েছে আরপিএফ। রেলের ওয়েবসাইট দেখভালকারী সংস্থা ‘ক্রিসকে’ও বিষয়টি দেখতে বলা হয়েছে। খড়্গপুরে রেলের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার বলেন, ‘‘রেলের আইন প্রয়োগের সঙ্গে কী ভাবে আইটি আইন প্রয়োগ করা যায়, পরিকল্পনা করা হচ্ছে।’’

Tatkal Hacking IRCTC Software
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy