প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। অন্য একটি অভিযোগে আগামী মঙ্গলবার ফের তাঁকে তলব করেছে কমিশনারেট। অর্জুন যদিও ফের রাজ্য পুলিশের উদ্দেশে তোপ দেগেছেন।
সূত্রের খবর, বিজেপি নেতার বাড়িতে পিপিপি মডেলে প্রকল্প তৈরির পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভাটপাড়ার তৎকালীন পুরপ্রধান অর্জুনকে এ দিন ডেকে পাঠানো হয়েছিল। সেই মতো, বেলা সাড়ে ১২টা নাগাদ গোয়েন্দা দফতরে হাজির হন অর্জুন। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদের শেষে অর্জুন দাবি করেছেন, “কোনও ‘হোমওয়ার্ক’ নেই। উল্টোপাল্টা প্রশ্ন করা হয়েছে। জানতে চেয়েছে, পুরপ্রধানের কাজ কী। আসলে সময় নষ্ট করা হচ্ছে। রাজ্য পুলিশের ভাবমূর্তিই তলানিতে পৌঁছচ্ছে।” প্রসঙ্গত, কমিশনারেটের গোয়েন্দা বিভাগ চলতি মাসের ৮ তারিখে তলব করলেও, সে দিন হাজিরা ‘এড়িয়ে’ গিয়েছিলেন অর্জুন।
এ দিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলার আশঙ্কায় গোয়েন্দা সতর্কতার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করে কিছু অভিযোগ করেছিলেন অর্জুন। তার প্রেক্ষিতে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে আগামী মঙ্গলবার ফের অর্জুনকে ডেকে পাঠিয়েছে কমিশনারেট। যদিও, আগের মন্তব্যেই অনড় থেকে প্রাক্তন সাংসদ বলেছেন, “আমার বক্তব্য ভুল হলে সেন্ট্রাল আইবি সিলমোহর লাগাল কী ভাবে! তাই তো শুভেন্দুর নিরাপত্তা বাড়ানো হয়েছে।”
অর্জুনের বক্তব্য প্রসঙ্গে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অবশ্য বলেছেন, “সত্যি সামনে আসছে, তাই এই সব কথা বলছেন উনি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)