অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চালু করা, শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়ন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন নিয়ন্ত্রণ-সহ একাধিক দাবিতে বিধানসভা অভিযান করল ছাত্র পরিষদ। সংগঠনের তরফে দেবজ্যোতি দাস, পাপাই ঘোষ, জয় মল্লিক, জ়াহির খান প্রমুখের উপস্থিতিতে বুধবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছিল। এস এন ব্যানার্জি রোড হয়ে রানি রাসমণি অ্যাভিনিউয়ে পৌঁছলে পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করে। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আন্দোলনকারী ছাত্র পরিষদ কর্মী-সমর্থকেরা প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। এর পরে পুলিশ কার্যত টেনে-হিঁচড়ে আন্দোলনকারীদের গাড়িতে তুলে নিয়ে যায়। সংগঠনের দাবি, পুলিশের সঙ্গে হাতাহাতিতে তাদের অন্তত পাঁচ জন কর্মী আহত হয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)