Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Bengal post-poll Violence

Post Poll Violence: ‘ভোট পরবর্তী হিংসা’র তদন্তে সিট-এর ভূমিকায় ক্ষুব্ধ হাই কোর্ট, করতে পারে পদক্ষেপও

মামলাকারীদের বক্তব্য, হাই কোর্টের নির্দেশের পরেই তৎপর হয়েছে সিবিআই। জেলায় জেলায় গিয়ে তদন্ত শুরু করেছে তারা। কিন্তু সিট-এর দেখা নেই।

সিট-এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ হাই কোর্টের

সিট-এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ হাই কোর্টের ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১৩:১২
Share: Save:

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট)-এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশের পরে সিবিআই তদন্ত শুরু করলেও সিট কোথায় সেই অভিযোগ তুলেছিলেন মামলাকারীদের একাংশ। ফের হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেই আবেদনের শুনানিতেই এই পর্যবেক্ষণ দিয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেন, ‘‘সিট যে কাজ করছে না, সেটা আমরা জানি। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’ আদালতে মামলাকারীদের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় নতুন মামলার আর্জিও জানিয়েছেন।

মামলাকারীদের বক্তব্য, হাই কোর্টের নির্দেশের পরেই তৎপর হয়েছে সিবিআই। জেলায় জেলায় গিয়ে তদন্ত শুরু করেছে তারা। আদালত নির্দেশ দিয়েছিল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের ঘটনার তদন্ত করবে সিট। কিন্তু সিট-এর তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাই কার নজরদারিতে তদন্ত হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তাঁদের দাবি, দ্রুত যাতে সিট তদন্ত শুরু করে সেই বিষয়ে কোর্টের হস্তক্ষেপ চান তাঁরা।

গত ১৯ অগস্ট ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাই কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনার তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে সিট। সিটের তদন্তকারী দলের কারা থাকবেন তাও জানিয়ে দেন বিচারপতিরা। তাঁরা জানান, এই পুরো তদন্তের নজরদারি করবেন সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি। নির্দেশের পরেই বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় গিয়ে তদন্ত করছে সিবিআই। অনেক জায়গায় বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে তদন্তকারী আধিকারিকদের। কিন্তু সিট-এর দেখা নেই। এখন দেখার এই বিষয়ে হাই কোর্ট কী নির্দেশ দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE