Advertisement
E-Paper

তিন দিনের সফরে পাহাড়ে রাষ্ট্রপতি

আগামী রবিবার তিনদিনের সফরে দার্জিলিং পাহাড়ে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার শৈলশহরে আসছেন প্রণববাবু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ০২:২৬
রাষ্ট্রপতি। —ফাইল চিত্র।

রাষ্ট্রপতি। —ফাইল চিত্র।

আগামী রবিবার তিনদিনের সফরে দার্জিলিং পাহাড়ে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার শৈলশহরে আসছেন প্রণববাবু। এর আগে ২০১৩ সালে নভেম্বর মাসে দার্জিলিং সেন্ট যোশেফ স্কুলের ১২৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে পাহাড়ে এসেছিলেন তিনি।

বুধবার দার্জিলিঙের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, ১২ জুলাই সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগরায় আসবেন রাষ্ট্রপতি। তার পর হেলিকপ্টারে বাগডোগরা থেকে লেবং হেলিপ্যাডে আসবেন। ওই দিন বিকাল পাঁচটায় ম্যাল চৌরাস্তায় রাষ্ট্রপতিকে রাজ্যের তরফে স্বাগত জানানো হবে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযেরও থাকার কথা। পরের দিন দুপুরে ফের ম্যাল চৌরাস্তার কবি ভানুভক্তের জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি থাকবেন। ১৪ জুলাই, সকালে দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের সাধারণ সভাতেও প্রণবাবুর উপস্থিত থাকার কথা রয়েছে। ১৫ জুলাই সকালে বাগডোগরা হয়ে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।

রাষ্ট্রপতিকে পাহাড়ে আমন্ত্রণ জানানোর কথা সম্প্রতি শিলিগুড়িতে উত্তরকন্যায় নিজেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, রাষ্ট্রপতিকে ‘স্টেট রিসেপশন’ দেওয়া হবে। সরকারি সূত্রের খবর, রাষ্ট্রপতি ১২ জুলাই পাহাড়ে পৌঁছালেও মুখ্যমন্ত্রী আগের দিন অর্থাৎ ১১ জুলাই পাহাড়ে পৌঁছে যাবেন। রাষ্ট্রপতির সঙ্গেই পাহাড় ছাড়বেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানগুলি ছাড়া আর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই মুখ্যমন্ত্রীর। রাষ্ট্রপতি পাহাড়ে রাজভবনে থাকবেন। মুখ্যমন্ত্রী থাকবেন রিচমন্ড হাউসে।

এ দিন দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সন্দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, সাধারণ সভায় রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এবং জিটিএ চিফ বিমল গুরুঙ্গের উপস্থিত থাকার কথা রয়েছে। গোর্খা রঙ্গমঞ্চে অনুষ্ঠানটি হবে।

Pranab Mukherjee Trip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy