Advertisement
০৬ মে ২০২৪

বিশ্ববঙ্গ সম্মেলনে প্রণব

এ বার বিশ্ববঙ্গ সম্মেলনের উদ্বোধন করতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানাচ্ছে রাজ্য। মঙ্গলবার নবান্নে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ই এম বাইপাসের ধারে, মিলনমেলা প্রাঙ্গণে ১৯-২০ জানুয়ারি ওই সম্মেলন হবে।

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০৪:১৪
Share: Save:

এ বার বিশ্ববঙ্গ সম্মেলনের উদ্বোধন করতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানাচ্ছে রাজ্য। মঙ্গলবার নবান্নে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ই এম বাইপাসের ধারে, মিলনমেলা প্রাঙ্গণে ১৯-২০ জানুয়ারি ওই সম্মেলন হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিশ্ববঙ্গ সম্মেলনের উদ্বোধন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই তাঁর কাছে আমন্ত্রণপত্র পাঠানো হবে।’’ রাজ্য আর দেশের বিভিন্ন শিল্প সংস্থার শীর্ষ কর্তারা ও বহুজাতিক সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন। ২০১৮-য় এই আসর বসবে রাজারহাটের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

President Pranab Mukherjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE