Advertisement
৩০ এপ্রিল ২০২৪
West Bengal Recruitment Case

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল প্রাথমিকের মূল মামলা, কত দিনের জন্য পিছোল শীর্ষ আদালত?

সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, শুক্রবার বিষয়টি শোনা হবে। এ দিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানায়।

Primary teachers recruitment case delayed in Supreme Court for two weeks

সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১৭:১১
Share: Save:

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল প্রাথমিকের নিয়োগ মামলার শুনানি। শুক্রবার আগামী দু’সপ্তাহের জন্য মামলাটির শুনানি পিছিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, শুক্রবার বিষয়টি শোনা হবে। এ দিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানায়।

প্রসঙ্গত, এটিই প্রাথমিকের মূল মামলা। এই মামলাতেই প্রাথমিকে ২৬৮ জনের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলাতেই গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। চাকরি বাতিল হওয়া প্রার্থীদের একাংশ পরে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তার পর প্রাথমিকের প্রায় সব মামলাগুলিই একত্র করে শুনছিল সুপ্রিম কোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court Primary Teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE