Advertisement
০৩ মে ২০২৪

মোদীর বিরুদ্ধে পথে ভাই

কেন্দ্রের ঘোষিত নীতির বিরুদ্ধে ওই আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে প্রহ্লাদ বলেন, ‘‘দেশ থেকে রেশন ব্যবস্থা উঠে গেলে প্রায় সাড়ে ৫ লক্ষ ডিলারের সংসার চলবে কী করে?

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৯
Share: Save:

রেশন ডিলারের মাধ্যমে চাল, গম, চিনি বণ্টনের ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামার হুঙ্কার দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সংগঠনের সহ-সভাপতি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদভাই মোদী সোমবার কলকাতায় রেশন ডিলারদের এক সভায় স্পষ্ট ভাবে এ কথা জানিয়ে দিয়েছেন।

কেন্দ্রের ঘোষিত নীতির বিরুদ্ধে ওই আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে প্রহ্লাদ বলেন, ‘‘দেশ থেকে রেশন ব্যবস্থা উঠে গেলে প্রায় সাড়ে ৫ লক্ষ ডিলারের সংসার চলবে কী করে? তাঁদের পরিবারগুলিকে দেখবে কে?’’ তাই কেন্দ্রের ওই নীতির বিরুদ্ধে তাঁদের আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানান তিনি। নরেন্দ্র মোদী সম্পর্কে তাঁর ভাইয়ের মন্তব্য, ‘‘রক্তের সম্পর্ক রয়েছে ঠিকই। তবে পারিবারিক যোগাযোগ নেই।’’

পুদুচেরি ও চণ্ডীগড়ে সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার পদ্ধতি চালু হয়েছে। ওই নীতি মানা হবে না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের আশঙ্কা, বিজেপি-শাসিত রাজ্যে তা করার চেষ্টা হতে পারে। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে ডিলার্স ফেডারেশনের জাতীয় সম্মেলন। সেখানে নীতির বিরোধিতা করা হবে বলে জানিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Ration Prahlad Modi Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE