Advertisement
১৯ এপ্রিল ২০২৪
21 July Rally

২১ জুলাই কলকাতার কিছু বেসরকারি স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস অন্যত্র

২১ জুলাই শহরের একাধিক বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেউ কেউ ওই দিন অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ২০:২৩
Share: Save:

আগামী ২১ জুলাই, বৃহস্পতিবার তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে শহরে যানজটের আশঙ্কা করছেন অনেকেই। অনেক অভিভাবকের আশঙ্কা, স্কুল থেকে ফেরার পথে সমস্যায় পড়তে পারে তাঁদের ছেলেমেয়েরা। তাই ২১ তারিখ ছুটি ঘোষণা করেছে বেশ কিছু স্কুল। কিছু স্কুল জানিয়েছে, স্কুল খোলা থাকলেও কেউ চাইলে বাড়ি থেকে অনলাইনে ক্লাস করতে পারে। অর্থাৎ, ক্লাস হবে অনলাইন-অফলাইন পদ্ধতিতে।ডন বসকো পার্ক সার্কাসের অধ্যক্ষ বিকাশ মণ্ডল জানান, তাঁরা দেখেছেন, ২১ জুলাই পার্ক সার্কাস সাতমাথার মোড়ে তীব্র যানজট হয়। বাড়ি ফিরতে অসুবিধায় পড়ে ছাত্রেরা। তাই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

ডন বসকোর কাছেই রয়েছে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি। অধ্যক্ষা অজন্তা সাহা জানিয়েছেন, তাঁরাও ছুটি দেওয়ার কথাই ভাবছেন। সে ক্ষেত্রে ক্লাস হবে অনলাইনে। ২১ তারিখ ছুটি থাকছে গার্ডেন হাই-এও। ছুটি দেওয়া হয়েছে লরেটোতেও। ক্যালকাটা গার্লস স্কুলের অধ্যক্ষা বাসন্তী বিশ্বাস জানিয়েছেন, ছাত্রীদের অসুবিধার আশঙ্কায় তাঁরা বৃহস্পতিবার ছুটি দেবেন। তার বদলে ক্লাস হবে শনিবার। ডিপিএস রুবি পার্কের অধ্যক্ষা জয়তী চৌধুরী জানিয়েছেন, তাঁরাও বৃহস্পতিবার ছুটি দিচ্ছেন।

অন্য দিকে, ২১ জুলাই নিয়ে সিদ্ধান্ত অভিভাবকদের জানিয়ে দেবে ক্যালকাটা বয়েজ়। শ্রীশিক্ষায়তনের মহাসচিব ব্রততী ভট্টাচার্য জানিয়েছেন, যদি কোনও পড়ুয়া সে দিন আসতে না চায়, সে বাড়ি থেকে অনলাইনে ক্লাস করতে পারবে। তবে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সাউথ পয়েন্ট ও মর্ডান হাইস্কুল ফর গার্লস। লা মার্টিনিয়রের সচিব সুপ্রিয় ধর জানিয়েছেন, তাঁরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কিছু স্কুল আজ, মঙ্গলবার সিদ্ধান্ত জানাবে। তবে সরকারি স্কুলগুলি খোলা থাকার কথা জানিয়েছে।

কিছু অভিভাবক জানাচ্ছেন, যানজটের আশঙ্কায় ছেলেমেয়েদের পাঠাবেন না। কিছু জনের মত, অনলাইনে ক্লাস করানো যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE