রাজ্যের পাওয়া ‘স্কচ অ্যাওয়ার্ড’ নিয়ে প্রশ্ন তোলায় বিজেপি বিধায়ক হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দিল শাসক দল। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের তরফে বৃহস্পতিবার এই নোটিস পাওয়ার পরে বিজেপি বিধায়কের বক্তব্য জানতে চেয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য দেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাজেট উপরে বিতর্ক চলাকালীন রাজ্য সরকারের পাওয়া ওই পুরস্কার নিয়ে বুধবার কটাক্ষ করেছিলেন হিরণ। তাঁর এই বক্তব্যে আপত্তি জানিয়ে সভায় পাল্টা শোরগোল করে তৃণমূলও। তবে স্পিকার ওই মন্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার কথা জানিয়ে দেন। পরে বাইরেও সংবাদমাধ্যমে হিরণ অভিযোগ করেন, অর্থের বিনিময়েই রাজ্য সরকারের বিভিন্ন দফতর এই পুরস্কার আনে। টাকা জমা দেওয়ার একটি রসিদের প্রতিলিপি দেখিয়েছেন খড়গপুরের বিজেপি বিধায়ক। অভিনেতা-বিধায়কের এই অভিযোগের ভিত্তিতেই এ দিন নোটিস জমা দেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও মুখ্য সরকারি সচেতক নির্মল ঘোষ। তাঁর বক্তব্য, “ঘুষ দিয়ে পুরস্কার পেতে হবে, এত দুরবস্থা হয়নি! স্বাস্থ্যের জন্য দিল্লিতে পুরস্কার নিতে গিয়েছিলাম। ‘স্কচ’ পুরস্কারে গোটা ভারতে একই নিয়ম ওদের। প্যাভিলিয়ন করে কী বলতে চাইছি, সেটা দেখাতে ১১.৩৮ লক্ষ টাকা দিতে হয়েছে। এখানে ঘুষের প্রশ্ন এল কী করে, তা তো বুঝলাম না!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)