Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Protik Prakash Banerjee

প্রয়াত বিচারপতি

হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতি  বন্দ্যোপাধ্যায় ১৯৯৫ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন।

প্রতীকপ্রকাশ বন্দোপাধ্যায়।—ছবি সংগৃহীত।

প্রতীকপ্রকাশ বন্দোপাধ্যায়।—ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২০ ০৪:১৪
Share: Save:

কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দোপাধ্যায় (৫১) শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হাইকোর্ট সূত্রের খবর, বিচারপতি বন্দ্যোপাধ্যায় কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। এ দিন ভোরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে তিনি মারা যান।

হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতি বন্দ্যোপাধ্যায় ১৯৯৫ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন বেলা সাড়ে বারোটা নাগাদ কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যে হাজির ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন, বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েক জন বিচারপতি। ছিলেন প্রবীণ আইনজীবী শেখর বসু এবং অন্য আইনজীবীরাও। বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এ দিন কলকাতা হাইকোর্টের সব আদালত ও প্রশাসনিক কাজ বন্ধ রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protik Prakash Banerjee Judge Calcutta High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE