অল্প স্বল্প নয়। অন্তত ১০০টি ট্রেনে লুঠপাটে যুক্ত তারা। জয়চণ্ডী স্টেশনে চলন্ত ট্রেন থেকে চার দুষ্কৃতীকে ধরে জেরা করার পরে এমনই দাবি করছে আদ্রার রেলপুলিশ ও আরপিএফ। ওই দুষ্কৃতী চক্র শুধু এ রাজ্যই নয়, আশপাশের অন্তত আরও চারটি রাজ্যে বহু ট্রেন ডাকাতির সঙ্গে তারা যুক্ত বলে দাবি করেছেন তদন্তকারীরা।
রবিবার ভোরে জয়চণ্ডী স্টেশনে পটনা-বিলাসপুর এক্সপ্রেস থেকে চার দুষ্কৃতীকে ধরে চার দিনের জন্য নিজেদের হেফাজতে পায় রেলপুলিশ। তাদের দাবি, জেরায় ধৃতেরা তদন্তকারীদের কাছে স্বীকার করেছে, গত আট-নয় বছর ধরে ওডিশা, ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গে বিভিন্ন ট্রেনে লুঠপাট চালিয়েছে তারা। তবে মূলত হাওড়া থেকে ভুবনেশ্বরগামী এক্সপ্রেস ট্রেনগুলির দিকেই তাদের নজর বেশি ছিল। ওই রুটেই বেশির ভাগ লুঠপাট চালিয়েছে তারা।
রেলপুলিশের এক কর্তার দাবি, ‘‘বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা ওই চার জনকে জেরা করে ট্রেনে হওয়া বহু অপরাধ সম্পর্কে বিশদে তথ্য পাওয়া যাচ্ছে। গত আট-দশ বছরে কমপক্ষে একশোর বেশি অপরাধে যুক্ত তারা।’’ তবে ওই দুষ্কৃতী চক্রের বাকি দুই সদস্যের খোঁজ এখনও পাওয়া যায়নি। ধৃতেদের জেরা করে তাদের হদিস পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।