দলের যুব মোর্চার বিজয় সঙ্কল্প যাত্রা ঘিরে রবিবার পুলিশ-প্রশাসনের সঙ্গে রাজ্য জুড়ে সংঘাতে জড়িয়েছেন বিজেপি নেতা-কর্মীরা। বীরভূমেও তার আঁচ পড়েছে। ওই কর্মসূচি ঘিরে এ দিন বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে মল্লারপুর, মহম্মদবাজার, ময়ূরেশ্বরে। পুলিশের অনুমতি ছাড়াই মোটরবাইক র্যালি বের করায় সিউড়ি, দুবরাজপুর, বোলপুর, রামপুরহাট-সহ জেলার বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয় গেরুয়া শিবিরের বিজয় সংকল্প যাত্রা।
পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন জায়গা থেকে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দিকে, জেলা বিজেপির নেতাদের দাবি, গ্রেফতার হওয়া নেতা-কর্মীর সংখ্যা ১৭০। এ দিন গ্রেফতার হন দলের জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষেরা। তাঁদের অভিযোগ, এ ভাবেই বারবার বিরোধী রাজনৈতিক কর্মসূচিকে পুলিশ-প্রশাসনের সাহায্যে আটকানোর চেষ্টা করছে শাসক দল।
এ দিন সকাল থেকেই দফায় দফায় জেলার প্রতিটি শহরে বাইক র্যালি আটকানো নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। র্যালিকে আটকাতে গিয়ে সাঁইথিয়ায় বিজেপি কর্মীদের উপরে পুলিশ লাঠি চালিয়েছে বলে দাবি করেন সাঁইথিয়া পুরসভার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলর সঞ্জু রায়। তিনি বলেন, ‘‘এ দিন ২৫০টি মোটরবাইকে প্রায় ৫০০ জন বিজেপি কর্মীর র্যালি বেলা ১২টা নাগাদ সাঁইথিয়া শহর ঘুরে স্থানীয় বনগ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকেছিল। সেখানে তিন জায়গায় র্যালিকে আটকায় পুলিশ। বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে লাঠিচার্জও করে। লাঠির আঘাতে আমাদের দলের সাঁইথিয়া মণ্ডল কমিটির সম্পাদক সঞ্জয় দলুই-সহ বেশ কয়েক জন কর্মী জখম হন।’’