তারাপীঠে দ্বারকা নদের উপর নতুন একটি সেতু নির্মাণের প্রকল্প জমা দিল পূর্ত দফতর (সড়ক)।
তারাপীঠের ভিতর ফোর লেনের রাস্তা তৈরি হওয়ার জন্য দ্বারকা নদের উপর নতুন সেতু নির্মাণ করা হবে। পূর্ত দফতর (সড়ক) সূত্রে জানা গিয়েছে, রাস্তা সংস্কারের পাশাপাশি সেতু নির্মাণের প্রকল্পটি খুব শীঘ্রই অনুমোদন মিলবে। বছর দেড়েক আগে রামপুরহাট–সাঁইথিয়া রাস্তায় মনসুবা মোড় থেকে তারাপীঠ রাস্তার ৭ কিলোমিটারের মধ্যে ৫ কিলোমিটার পর্যন্ত সংস্কারের শুরু হয়েছে। বাকি ২ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজের জন্য পূর্ত দফতর থেকে সম্প্রতি প্রকল্প পাঠানো হয়েছে।
পূর্ত দফতর (সড়ক) সূত্রে খবর, তারাপীঠ ঢোকার আগে কবিচন্দ্রপুর মোড়ের আগে থেকে তারাপীঠ ফুলিডাঙা বাসস্ট্যান্ড পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা সংস্কারের সময় দ্বারকা নদীর উপর আর একটি সেতু নির্মাণের প্রকল্প পূর্ত দফতর গ্রহণ করেছে। ওই রাস্তা দু’পাশে ৭ মিটার করে ১৪ মিটার চওড়া করা হবে। এর ফলে তারাপীঠের ভিতর ফোর লেনের রাস্তা নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে। পূর্ত দফতরের (সড়ক) জেলা নির্বাহী বাস্তুকার আজফার আলি বলেন, ‘‘বর্তমানে মনসুবা মোড় থেকে ৫ কিলোমিটার পর্যন্ত রাস্তা ৪৮ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা চলছে। বাকি ২ কিলোমিটার রাস্তা সংস্কার-সহ দ্বারকা নদের উপর নতুন সেতু নির্মাণ এবং আরো দুটি সেতু নির্মাণের জন্য ৪৬ কোটি টাকা প্রকল্প বাবদ খরচ ধরা হয়েছে।’’
এ দিকে রাস্তা সংস্কারের পাশাপাশি রাস্তার দু’ধারে প্রায় বুজে আসা নিকাশি নালার সংস্কারের কাজও চলছে। তারাপীঠ ঢোকার মুখে ২ কিলোমিটার অংশেও নিকাশি নালা সংস্কারের কাজ শুরু করেছে জেলা পূর্ত দফতর। জেলা নির্বাহী বাস্তুকার আজফার আলির দাবি, পূর্ত দফতরের জায়গাতেই নিকাশি নালা নির্মাণ করা হচ্ছে।