Advertisement
১৮ মে ২০২৪

ফের রক্ষিবিহীন ক্রসিংয়ে দুর্ঘটনা

রক্ষিবিহীন লেভেল ক্রসিংয়ে ফের দুর্ঘটনা ঘটল পুরুলিয়ায়। বুধবার সকালে আদ্রা ডিভিশনের আদ্রা-চান্ডিল শাখার টামনা স্টেশনের কাছের ওই লেভেল ক্রসিংয়ে একটি ট্রাক্টরে ধাক্কা মারে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। তবে, সে সময় ট্রেনের গতি বেশি না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন আদ্রার ডিআরএম অংশুক গুপ্ত।

দুর্ঘটনার পরে।—নিজস্ব চিত্র।

দুর্ঘটনার পরে।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৫ ০১:৪০
Share: Save:

রক্ষিবিহীন লেভেল ক্রসিংয়ে ফের দুর্ঘটনা ঘটল পুরুলিয়ায়। বুধবার সকালে আদ্রা ডিভিশনের আদ্রা-চান্ডিল শাখার টামনা স্টেশনের কাছের ওই লেভেল ক্রসিংয়ে একটি ট্রাক্টরে ধাক্কা মারে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। তবে, সে সময় ট্রেনের গতি বেশি না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন আদ্রার ডিআরএম অংশুক গুপ্ত।

রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন নয়াদিল্লি থেকে ভুবনেশ্বরগামী সম্পর্কক্রান্তি এক্সপ্রেস (আপ) সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ পুরুলিয়া স্টেশন ছেড়ে টাটানগরের দিকে রওনা দিয়েছিল। পুরুলিয়ার পর টামনা স্টেশন। একটি খালি ট্রাক্টর টামনা গ্রামের দিক থেকে বড় রাস্তায় ওঠার জন্য এই প্রহরী বিহীন ক্রসিংয়ের কাছে এসে লাইন পারাপারের জন্য অপেক্ষা করছিল। ট্রাক্টরটির সামনের অংশ আপ লাইনের উপর থাকায় সেখানে ট্রেনটি ধাক্কা মারলে ট্রাক্টরের ইঞ্জিন টুকরো টুকরো হয়ে যায়। তবে ট্রেনটিকে ছুটে আসতে দেখে শেষ মুহূর্তে ট্রাক্টরের চালক পালিয়ে যান। কিছুটা গিয়ে ট্রেন থেমে যায়। সংঘর্ষের ফলে ইঞ্জিনের সামনের অংশে থাকা বাঁদিকের ক্যাটলগার্ডটি ক্ষতিগ্রস্ট হয়। ট্রেনটিকে ফের পুরুলিয়া স্টেশন অবধি নিয়ে আসা হয়। ট্রেনের চালক বি ডি মিশ্র জানান, ওই সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটারের মতো। ট্রেনের যাত্রী, হরিয়ানার বাসিন্দা মহম্মদ আরশাদ ও ভুবনেশ্বরের সরোজ নায়েক বলেন, “বড় দুর্ঘটনা ঘটতেই পারত। ভাগ্য ভাল তেমন কিছু হয়নি।”

শেষ অবধি পুরুলিয়া থেকে সওয়া ন’টা নগাদ অন্য ইঞ্জিন নিয়ে ট্রেনটি ফের গন্তব্যে রওনা দেয়। আপ লাইনে এই দুর্ঘটনার জেরে সকালের দিকে কিছুক্ষণ ট্রেন চলাচলেও প্রভাব পড়ে। নয়াদিল্লীগামী পুরুষোত্তম এক্সপ্রেসকে বরাভূমে ও চক্রধরপুর-গোমো মেমু প্যাসেঞ্জারকে কিছু সময়ের জন্য কাঁটাডি স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে রেলপুলিশ জেনেছে, টামনা গ্রামের দিক থেকে লাইন পারাপারের সময় ট্রাক্টর চালক ডাউন লাইনে ট্রেন আসছে ভেবে আপ লাইনের উপর উঠে পড়েন। কিন্তু আপ লাইন দিয়ে যে সম্পর্কক্রান্তি ছুটে আসছে, তা দেখেননি। ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE