অঞ্চল সভাপতির বাড়ির লোককে পঞ্চায়েত ভোটে প্রার্থী করা যাবে না বলে বার্তা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যাঁদের সম্পর্কে অভিযোগ থাকবে, তাঁদেরও প্রার্থী না-করার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরে বুথ ভিত্তিক প্রতিনিধি সম্মেলনে এসে তিনি ওই কথা বলেন।
সোমবার সকালে সিউড়ি ২ ব্লকের বুথ ভিত্তিক প্রতিনিধি সম্মেলন হয়। যেখানে অনুব্রত মণ্ডল ছাড়াও দলের জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতি সাহা, ব্লক সভাপতি নুরুল ইসলাম সহ অন্যেরা। অনুব্রত বলেন, ‘‘কোনও আত্মীয়স্বজনকে যেন কেউ প্রার্থী না করেন। যিনি অঞ্চল সভাপতি, তাঁর বাড়ির লোক যেন পঞ্চায়েতের প্রার্থী না হন।’’ তাঁর সংযোজন, ‘‘যাঁরা প্রার্থী হবেন, তাঁদের পরিষেবা দিতে হবে।’’ এর পরেই তাঁর হুঁশিয়ারি, ‘‘যাঁরা প্রধান হবেন, তাঁরা অহঙ্কার করবেন না। মানুষকে বসতে বলবেন, চা খেতে বলবেন। কাজ এক দিনে না পারলে চার দিনে করবেন। কিন্তু অসম্মান করবেন না।’’ এ বারের পঞ্চায়েত ভোটে সব আসনই তাঁরা পাবেন বলেও দাবি করেন অনুব্রত।
তৃণমূলেরই একাংশের মতে, তাঁদের দলের নিচুতলার কিছু নেতা-কর্মীর আচরণে সাধারণ মানুষ ক্ষুব্ধ। আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্ণীতি ও স্বজনপোষণের অভিযোগও উঠেছে জেলায়। সে-সব জেনেই এই বার্তা দিয়েছেন জেলা সভাপতি। অন্য দিকে, তীব্র আক্রমণ ও কটাক্ষ করেছেন বিজেপি-কে।