Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মুখ্যমন্ত্রীর সভার নিরাপত্তা নিয়ে বৈঠক

২৯ নয়, ৩০ জানুয়ারি রামপুরহাটে সভা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— পুলিশ ও দলীয় সূত্রে এমনই খবর মিলেছে। জানানো হয়েছে, সে দিন দুপুর ১টায় সানঘাটা সেতু সংলগ্ন শ্রীকৃষ্ণপুর পাখুড়িয়া গ্রাম সংলগ্ন মাঠে ২৯ জানুয়ারি দুপুর ১টায় ওই সভা হতে পারে।

উড়ান: মুখ্যমন্ত্রীর সফরের আগে হেলিকপ্টারের মহড়া। শুক্রবার রামপুরহাটে। নিজস্ব চিত্র

উড়ান: মুখ্যমন্ত্রীর সফরের আগে হেলিকপ্টারের মহড়া। শুক্রবার রামপুরহাটে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০৪:৪৪
Share: Save:

২৯ নয়, ৩০ জানুয়ারি রামপুরহাটে সভা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— পুলিশ ও দলীয় সূত্রে এমনই খবর মিলেছে। জানানো হয়েছে, সে দিন দুপুর ১টায় সানঘাটা সেতু সংলগ্ন শ্রীকৃষ্ণপুর পাখুড়িয়া গ্রাম সংলগ্ন মাঠে ২৯ জানুয়ারি দুপুর ১টায় ওই সভা হতে পারে।

মুখ্যমন্ত্রীর সভার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুক্রবার জেলা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা দফায় দফায় বৈঠক করেন। শুক্রবার সকালে রামপুরহাট সানঘাটা সেতু সংলগ্ন সভাস্থলের মাঠে বৈঠক করেন অতিরিক্ত জেলাশাসক (ঊন্নয়ন) রঞ্জন ঝা, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) দীপ্তেন্দু বেরা, জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ এবং অন্য আধিকারিকেরা।

পুলিশ সূত্রে খবর, ছ’ফুঁকো থেকে সানঘাটা বাইপাসের পাশ দিয়ে সভাস্থলে পৌঁছতে কৃষিজমির উপর দিয়ে অস্থায়ী পাকা রাস্তা তৈরি করা হচ্ছে। বিদ্যুতের জন্যে দু’টি নতুন ট্রান্সফর্মার বসানো হয়েছে। জলের অস্থায়ী সংযোগ করা হয়েছে। জমি সমান করতে রোলার ব্যবহার করা হয়েছে। সভাস্থল থেকে ১৫০ মিটার দূরে হ্যালিপ্যাড তৈরি করা হয়েছে। শুক্রবার দুপুরে তারাপীঠে ঢোকার আগে চিলার মাঠে ফের বৈঠক করেন পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ মাসেই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তারাপীঠে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার পর থেকেই তারাপীঠ মন্দিরে রং, মন্দির চত্বরের সৌন্দর্যায়ন, তারাপীঠ এলাকার জঞ্জাল সাফাই, তারাপীঠে কর্মতীর্থ প্রকল্পে তৈরি দোকান বিলি করা হয়। তারাপীঠ সবজিহাট স্থানান্তরিত করা হয়। তারাপীঠ থেকে বিভিন্ন রুটের সরকারি বাস পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রী কবে বা কখন তারাপীঠ মন্দিরে পুজো দেবেন সে ব্যাপারে এখনও পুলিশ-প্রশাসনের কাছে সময়সূচি পৌঁছয়নি বলে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান।

এ দিন বিকেলে রামপুরহাটে সেচ বিভাগের বাংলো লাগোয়া সার্কিট হাউসে জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা তৃতীয় দফায় বৈঠকে বসেন। রামপুরহাট সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। শুক্রবার বিকেলে রামপুরহাট ১ ব্লক কিসানমান্ডিতে নির্মিত তারাপীঠ হেলিপ্যাডে হেলিকপ্টার ওঠানামার মহড়া দেওয়া। চিলার মাঠ এবং রামপুরহাট সানঘাটা সেতু সংলগ্ন সভাস্থলের পাশে তৈরি হেলিপ্যাডেও নামে হেলিকপ্টার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meeting Security Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE