Advertisement
০৬ মে ২০২৪

ছ’মাস বেতন নেই, ক্ষুব্ধ কলসেন্টারের কর্মীরা

নিশ্চয় যান প্রকল্পের বাঁকুড়ার কল সেন্টারের কর্মীরা প্রায় ছ’মাস বেতন না পাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে। বাঁকুড়ায় এই প্রকল্পে আট জন কর্মী কল সেন্টারে কাজ করেন। প্রকল্পের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা। কল সেন্টারের ইন-চার্জ পিনাকী কর্মকার জানান, গত এপ্রিল মাস থেকে কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৫
Share: Save:

নিশ্চয় যান প্রকল্পের বাঁকুড়ার কল সেন্টারের কর্মীরা প্রায় ছ’মাস বেতন না পাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে। বাঁকুড়ায় এই প্রকল্পে আট জন কর্মী কল সেন্টারে কাজ করেন। প্রকল্পের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা। কল সেন্টারের ইন-চার্জ পিনাকী কর্মকার জানান, গত এপ্রিল মাস থেকে কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না। এমনকী কল সেন্টারের ফোন ও বিদ্যুতের বিল-সহ অন্যান্য খরচও দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “কর্মীদের বেতন ও ফোনের বিল-সহ কল সেন্টার চালানোর যাবতীয় খরচ দেওয়ার কথা রাজ্য সরকারের। কিন্তু গত ছ’মাস তা বন্ধ রয়েছে। সংস্থা নিজেই বিদ্যুতের বিল ও আনুষঙ্গিক খরচ মেটালেও কর্মীদের বেতন দিতে পারছে না।’’ উল্লেখ্য, ১০২ টোল ফ্রি নম্বরে ফোন করলে গর্ভবতী মহিলাদের নিশ্চয় যান প্রকল্পে বিনামূল্যে বাড়ি থেকে গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। কল সেন্টার চালানোর খরচ রাজ্য থেকে দেওয়া হচ্ছে না কেন জানতে চাওয়া হলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রসূনকুমার দাস বলেন, “এই প্রকল্পে টাকা না আসাতেই সমস্যা হয়েছিল। তবে, সেই সমস্যা মিটে গেছে। দু’একদিনের মধ্যেই কল সেন্টারের কর্মীদের বকেয়া বেতন-সহ অন্যান্য টাকা মিটেয়ে দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Agitation Call Centre Bankura
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE