Advertisement
০৩ মে ২০২৪

দোল খেললেন সৌমিত্র, সুজাতা, সুভাষ মাতলেন খোল কীর্তনে

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৪ ২৩:৩২
Share: Save:

দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তাই রাজনীতির রঙে রঙিন হয়ে উঠল দোল। লাল-সবুজ-গেরুয়া আবিরে রাঙা হয়ে সকাল থেকে জনসংযোগ সারলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই লোকসভার প্রার্থীরা। গানের তালে কোমর দোলালেন বিষ্ণুপুরের তৃনমূল প্রার্থী সুজাতা মণ্ডল। খোল কীর্তনে মাতলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই লোকসভা কেন্দ্রেই ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। ফলে প্রচারের জন্য এখনও প্রায় দু’মাস সময় হাতে রয়েছে। কিন্তু তার জন্য প্রচারে বিন্দুমাত্র খামতি রাখছে না ডান-বাম কোনও দলই। দোলের দিনে সে অর্থে প্রচারে না বেরোলেও বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সব প্রার্থীই রং খেলার মধ্য দিয়ে সারলেন জনসংযোগ। সাতসকালেই বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ড এলাকায় দলের কর্মীদের নিয়ে প্রথমে আবির খেলেন বাঁকুড়া লোকসভার বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। পরে বাসস্ট্যান্ড ও লাগোয়া এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ সারেন। প্রার্থী নিজে হাতে কর্মীদের লাল আবিরে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি বাস চালক, কর্মী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের রাঙিয়ে দেন। দোল খেলা শেষে নীলাঞ্জন বলেন, ‘‘আমাদের রক্তের রঙ লাল। পতাকার রঙও লাল। সেই লাল রঙের আবিরেই আজ দোল খেলা হল। আগামী ৪ জুন এ ভাবেই লাল আবিরে দোল খেলবেন বাঁকুড়ার মানুষ।’’ দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে দোল খেলতে দেখা যায় বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকেও। খোল কীর্তন সহযোগে বাঁকুড়ার লোকপুর এলাকার বস্তিতে গিয়ে মূলত গেরুয়া রঙে রাঙিয়ে দেন সকলকে। দোল খেলার পাশাপাশি শোভাযাত্রায় তাঁকে নিজে হাতে শ্রীখোল বাজাতে দেখা যায়। সুভাষ বলেন, ‘‘এই দিন যে ভাবে দেবতার হাতে হোলিকার নিধন হয়েছিল, তেমনই এই নির্বাচনে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিজেপি দেশে ৪০০-র বেশি আসন নিয়ে জয়লাভ করে সরকার গঠন করবে।’’

শুধু বাঁকুড়া লোকসভায় নয়, বিষ্ণুপুর লোকসভাতেও পৃথক ভাবে দোলে মেতে ওঠেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও তাঁর প্রাক্তন স্ত্রী তথা ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সকালে বিষ্ণুপুর শহরের কচিকাঁচাদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করার পাশাপাশি সৌমিত্র গেরুয়া আবিরে রাঙিয়ে দেন স্থানীয়দের। তিনি বলেন, ‘‘দোলের এই দিনটার জন্য আমরা বিষ্ণুপুরবাসী অপেক্ষা করে থাকি। এই দিনটা এলেই আমরা দলমত ভুলে একসঙ্গে মেতে উঠি রঙের খেলায়। এটাই আমাদের ঐতিহ্য। ভোট আছে তাই প্রচারে খামতি রাখছি না । দেখবেন কিছু দিন পর সব গেরুয়াময় হয়ে গেছে।’’ এদিন সৌমিত্রের প্রাক্তন স্ত্রী তথা ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা হাজির হন পোড়ামাটির হাট প্রাঙ্গণে। সেখানে ধ্রুপদী বসন্তের অনুষ্ঠানে যোগ দিয়ে ছোটদের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন। পরে অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীতের তালে তাঁকে কোমর দোলাতেও দেখা যায়। পরে তিনি বলেন, ‘‘বিষ্ণুপুর মল্লরাজাদের হাতে তৈরি গুপ্ত বৃন্দাবন। সেখানেই আজ দোল খেলা শুরু হল। আজ সারা দিন শুধুই দোল খেলব। সঙ্গে মানুষকে বলব, মন ও শরীর ভাল রাখতে সবুজের সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE