Advertisement
২৫ এপ্রিল ২০২৪
nalhati

ঝাড়খণ্ডের মানসিক ভারসাম্যহীন যুবককে ঘরে ফেরাল বীরভূম পুলিশ

ট্রেনে ত্রিপুরা থেকে ঝাড়খণ্ড ফেরার পথে নলহাটিতে নেমে পড়েছিলেন ঝাড়খণ্ডের গুমাল জেলার বালকোট থানার বাসিন্দা শিলাস বাঁ।

পরিবারের সদস্যদের সঙ্গে শিলাস।

পরিবারের সদস্যদের সঙ্গে শিলাস। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৯:০৪
Share: Save:

ত্রিপুরা থেকে ঝাড়খণ্ড ফেরার পথে নলহাটিতে নেমে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। তাঁকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে দিল বীরভূম পুলিশ। ওই যুবককে ফিরে পেয়ে খুশি তাঁর পরিবারের সদস্যরা।

ট্রেনে ত্রিপুরা থেকে ঝাড়খণ্ড ফেরার পথে নলহাটিতে নেমে পড়েছিলেন ঝাড়খণ্ডের গুমাল জেলার বালকোট থানার বাসিন্দা শিলাস বাঁ। ত্রিপুরায় ইটভাটার কাজে গিয়েছিলেন শিলাসের পরিবারের সদস্যরা। নলহাটি স্টেশন চত্বরে ওই যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখেন অনেকে। শিলাস পুলিস এবং সিআরপিএফ জওয়ানদের নজরেও আসেন। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ঠিকানা জানা যায়নি। এর পর পুলিশ শিলাস সম্পর্কে তথ্য জানতে পারে ঝাড়খণ্ড পুলিশের তরফে।

শনিবার শিলাসকে তাঁর পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তাঁর বাবার নাম অধীর বাঁ। শিলাসের পরিবারে রয়েছেন তাঁর মা, বাবা এবং বোন। তাঁকে ফিরে পেয়ে খুশি সকলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police nalhati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE