এসআইআরের আতঙ্কে আরও এক মৃত্যুর অভিযোগ বীরভূমে। এ বার ঘটনাস্থল সিউড়ি-২ ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রাম। শুক্রবার সকালে মৃত্যু হয়েছে খেলা বেদে নামে ৬৮ বছরের এক বৃদ্ধের। তা নিয়ে শুরু রাজনৈতিক তরজা।
খেলার পরিবারের দাবি, কিছু দিন আগে একবার এসআইআরের শুনানির জন্য ডাকা হয়েছিল বৃদ্ধকে। সেই অনুযায়ী তিনি হাজিরাও দিয়েছেন। প্রয়োজনীয় নথি জমা করেছেন। কিন্তু তার পরেও দ্বিতীয় বার শুনানিতে ডাক পড়েছিল বৃদ্ধের। এর পরেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন বৃদ্ধ। গত দিন দুই তিনি খাবার মুখে তোলেননি। পরিবারের এক সদস্য বলেন, ‘‘দ্বিতীয় বার ওঁকে ডাকার পরে চরম আতঙ্কে ছিলেন। খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। ভোরে বাড়ির উঠোনে পড়ে যান। কিছু ক্ষণ পরেই মৃত্যু হয়েছে।’’
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, স্ট্রোকে মৃত্যু হয় বৃদ্ধের। পরিবারের অভিযোগ প্রসঙ্গে শাসকদল তৃণমূলের দাবি, এসআইআর-ই মূল কারণ। অপরিকল্পিত ভাবে কাজ করছে নির্বাচন কমিশন। তার জন্য প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। বৃহস্পতিবারই তৃণমূলের তরফে দাবি করা হয়, এসআইআরের আতঙ্কে রাজ্যের ৮০ জনের মৃত্যু হয়েছে।
অন্য দিকে, বীরভূমের বৃদ্ধের মৃত্যু প্রসঙ্গে স্থানীয় ব্লক প্রশাসন জানাচ্ছে, তাঁর শুনানি প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে। তাঁকে দ্বিতীয় বার ডাকা হয়নি। তা হলে নতুন করে ‘হেয়ারিং’ হবে, এই খবর বৃদ্ধকে কে দিয়েছিলেন, তা স্পষ্ট নয়। বিজেপির কটাক্ষ, পশ্চিমবঙ্গে যে কোনও মৃত্যুর কারণ এখন এসআইআর। এটাও তেমনই একটি।