Advertisement
E-Paper

‘ফর্ম-৭’ বোঝাই গাড়ি আটকাল তৃণমূল, আটক ২ বিজেপি কর্মী! মুখ্যমন্ত্রী বললেন, এসআইআরে ভোটারদের নাম বাতিলের ষড়

মঙ্গলবার দুপুরে তালড্যাংরা থেকে একটি সাদা রঙের চারচাকার পিছু নিয়েছিলেন তৃণমূলের কয়েক জন কর্মী। কারণ, খাতড়ার দিকে যাওয়া ওই গাড়িতে ছিল গুচ্ছ গুচ্ছ ‘ফর্ম-৭’! তা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতর। ঠিক কী ঘটেছে বাঁকুড়ায়?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:১২
(বাঁ দিকে) ফর্ম বোঝাই গাড়ি। (ডান দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়।

(বাঁ দিকে) ফর্ম বোঝাই গাড়ি। (ডান দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব ছবি।

এসআইআরের ‘ফর্ম-৭’ বোঝাই গাড়ি ঘিরে রহস্য বাঁকুড়ার খাতড়ায়। মঙ্গলবার ‌প্রায় ৩ হাজার ফর্ম-সহ ওই গাড়িটিকে আটক করে রেখেছিলেন তৃণমূলের কয়েক জন কর্মী। বিকেলে গাড়িটি নিয়ে গিয়েছে পুলিশ। আটক করা হয়েছে বিজেপির দুই কর্মীকে। স্বাভাবিক ভাবে নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংযোজন নিয়ে প্রথম থেকে ষড়যন্ত্রের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি। পাল্টা ব্যাখ্যা দিল বিজেপি। ঠিক কী ঘটেছে, তার তদন্তে খাতড়া থানার পুলিশ।

মঙ্গলবার দুপুরে তালড্যাংরা থেকে একটি সাদা রঙের চারচাকার পিছু নিয়েছিলেন তৃণমূলের কয়েক জন কর্মী। কারণ, খাতড়ার দিকে যাওয়া ওই গাড়িতে ছিল গুচ্ছ গুচ্ছ ‘ফর্ম-৭’। উল্লেখ্য, ভোটার তালিকায় কোনও নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করা বা মৃত বা স্থানান্তর হওয়া ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ব্যবহৃত হয় এই ফর্ম। তালড্যাংরার একদল তৃণমূল কর্মীর দাবি, খাতড়া সিনেমা রোডের কাছাকাছি ‘ফর্ম-৭’ বোঝাই গাড়িটিকে ধাওয়া করেন তাঁরা। শেষমেশ গাড়িটিকে থামান। তার পর ফর্ম-সহ গাড়িটি পুলিশের জিম্মায় দিয়েছেন।

ওই খবর পেয়েই খাতড়া থানায় হাজির হন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়। জ্যোৎস্না বলেন, ‘‘গাড়িতে পূরণ করা ‘ফর্ম-৭’-এর ২০ থেকে ২১টি তাড়া রয়েছে। এ ছাড়াও বেশ কিছু খুচরো ফর্মও রয়েছে। এত বিপুল সংখ্যক ফর্মপূরণ করে বিজেপির তালড্যাংরার কর্মীরা খাতড়ায় নিয়ে যাচ্ছিলেন। উদ্দেশ্য একটাই, বৈধ ভোটারদের নাম যেন তেন প্রকারেণ বাদ দেওয়া। তৃণমূলকর্মীরা সেই চক্রান্ত রুখে দিয়েছেন।’’ তারাশঙ্কর বলেন, ‘‘নিজেদের দলীয় কার্যালয়ে বসে বৈধ ভোটারদের নামে শয়ে শয়ে এই ফর্ম পূরণ করেছে বিজেপি। উদ্দেশ্য ছিল, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া। আমাদের কর্মীরা তক্কে তক্কে ছিলেন। আজ একটি গাড়িতে করে বিজেপি শয়ে শয়ে পূরণ করা সেই ফর্ম জমা দেওয়ার চেষ্টা করলে আমাদের কর্মীরা তা আটকে দিয়েছেন।’’ এই একই কথা নবান্নে বসে বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা। তিনি ফর্মের ছবি দেখিয়ে বলেন, ‘‘এই দেখুন, এটা আমার কাছে এসেছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এ ভাবেই নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে!”

গাড়ি করে ‘ফর্ম-৭’ নিয়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতৃত্ব। তবে তাঁদের দাবি, তৃণমূল অপব্যাখ্যা করছে। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকার বলেন, ‘‘আমাদের যে বিএলএ-রা বিএলও-দের কাছে ‘ফর্ম-৭’ জমা দিতে পারেননি, তাঁরা ফর্মগুলি একত্রিত করে গাড়ি করে এইআরও-র কাছে জমা দিতে যাচ্ছিলেন। তৃণমূল রাস্তায় হামলা চালিয়ে আমাদের কর্মীদের মারধর করে ফর্ম ছিনিয়ে নেয়।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘গাড়িতে থাকা দু’জন বিজেপি কর্মীর এখনও কোনও খোঁজ নেই।’’

সব মিলিয়ে উত্তেজনা বাঁকুড়া তথা রাজ্য রাজনীতিতে। এর মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের ওয়েবসাইটেই ওই ফর্ম পাওয়া যায়। যে কোনও ভোটার ‘ফর্ম-৭’ জমা দিতে পারেন। আর ফর্ম জমা দিলেই নাম বাদ দেওয়া হয় না। ফর্মের দেওয়া তথ্যের ভিত্তিতে নথি যাচাই করে তবেই নাম বাদ দেওয়া হয়।

SIR West Bengal SIR bankura TMC BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy