Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মাটি কাটা রুখতে গিয়ে ‘আক্রান্ত’

প্রশাসন সূত্রের খবর, জয়চণ্ডী পাহাড় সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে মাটি কাটা হচ্ছে বলে এ দিন দুপুরে খবর পেয়েছিলেন বিক্রমবাবু।

 হাতে ব্যান্ডেজ নিয়ে বিক্রম মুখোপাধ্যায়ের। নিজস্ব চিত্র

হাতে ব্যান্ডেজ নিয়ে বিক্রম মুখোপাধ্যায়ের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ০১:৩৭
Share: Save:

অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হলেন ভূমি এবং ভূমি সংস্কার দফতরের এক আধিকারিক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে জয়চণ্ডী পাহাড় এলাকায়। ওই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আহত ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক (রঘুনাথপুর ১) বিক্রম মুখোপাধ্যায়ের চিকিৎসা হয়েছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁর হাতে আঘাত রয়েছে। দু’দিন আগেই ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের দায়িত্ব নিয়েছেন বিক্রমবাবু।

প্রশাসন সূত্রের খবর, জয়চণ্ডী পাহাড় সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে মাটি কাটা হচ্ছে বলে এ দিন দুপুরে খবর পেয়েছিলেন বিক্রমবাবু। সঙ্গে সঙ্গে দফতরের রাজস্ব আধিকারিক কৌশিক সরকারকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা দেন। জয়চণ্ডী যাওয়ার পথে মাটি বোঝাই একটি গাড়িকে দেখে ধাওয়া করেন তাঁরা। কিন্তু তাঁরা গাড়িটিকে ধরতে পারেননি।

এর পরেই ওই দুই আধিকারিক জয়চণ্ডী পাহাড় এলাকায় পৌঁছন। বিক্রমবাবু জানান, ওই সময় দুই শ্রমিক মাটি কাটছিলেন। তাঁরা জানান, স্থানীয় এক ব্যবসায়ীর নির্দেশেই মাটি কাটা হচ্ছে। মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়। তলব করা হয় ওই ব্যবসায়ীকে। বিক্রমবাবু বলেন, ‘‘ওই ব্যবসায়ী এসে প্রথমেই আমাদের থেকে জানতে চান, কোন এক্তিয়ারে আমরা মাটি কাটা বন্ধ করতে বলেছি। আমাদের পরিচয় জানার পরে, উনি দুই শ্রমিককে পালিয়ে যেতে বলেন।’’ ওই দুই শ্রমিককে পালিয়ে যেতে দেখে তাঁদের ধাওয়া করতে যাচ্ছিলেন বিক্রমবাবু। তিনি বলেন, ‘‘ওই সময় এক জন আমাকে পিছন থেকে ধাক্কা দেয়। পড়ে গিয়ে বাঁ হাতে চোট পাই। সেই সুযোগে পালিয়ে যায় ওই ব্যবসায়ী এবং তার সঙ্গে থাকা আর এক ব্যক্তি।’’

বিক্রমবাবু রঘুনাথপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকেও জানিয়েছেন বিক্রমবাবু। বিডিও (রঘুনাথপুর ১) অনির্বাণ মণ্ডল বলেন, ‘‘অবৈধ ভাবে মাটি কাটার খবর পেয়েই আমাকে জানিয়েছিলেন বিক্রমবাবু। পুলিশকেও খবর দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশকর্মীরা সেখানে পৌঁছনোর আগেই ঘটনাটি ঘটে যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime BLLRO Injury Beating
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE