Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কেষ্টর জন্যই জিতব: ফিরহাদ

কেন জিতবে? বীরভূমের পর্যবেক্ষক-নেতা ফিরহাদের জবাব, ‘‘এই জেলার দলের সংগঠন খুব ভাল। সেটা হয়েছে জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের সৌজন্যেই। তাঁর জন্যেই পুরভোটে ভাল ফলে হবে বলে আমি নিশ্চিৎ।’’

মধ্যমণি: নলহাটির ৮ নম্বর ওয়ার্ডের ডাকবাংলা পাড়া মাঠে। ছবি: সব্যসাচী ইসলাম

মধ্যমণি: নলহাটির ৮ নম্বর ওয়ার্ডের ডাকবাংলা পাড়া মাঠে। ছবি: সব্যসাচী ইসলাম

নিজস্ব সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ০১:০৬
Share: Save:

হাতে আর এক দিন। রবিবারই নলহাটি পুরসভার চতুর্থ পুরভোট। তার আগে বৃহস্পতিবার প্রচার করে গেলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ১৬টি ওয়ার্ডের প্রতিটিতেই তৃণমূল জিতবে বলে তিনি যে আশাবাদী জানিয়ে গেলেন তা-ও।

কেন জিতবে? বীরভূমের পর্যবেক্ষক-নেতা ফিরহাদের জবাব, ‘‘এই জেলার দলের সংগঠন খুব ভাল। সেটা হয়েছে জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের সৌজন্যেই। তাঁর জন্যেই পুরভোটে ভাল ফলে হবে বলে আমি নিশ্চিৎ।’’

তৃণমূল জমানার নলহাটি আর বাম আমলের নলহাটির তুলনা টানেন ফিরহাদ। তাঁর কথায়, ‘‘এর আগে যখন নলহাটি এসেছি, তখন দেখেছি পানীয় জলের জন্য কত হাহাকার। রাস্তা কত খারাপ। এখন সে সব অভাব আর নেই।’’ তারপরই দেন আশ্বাস, ‘‘আগামী দিনে সৌন্দর্যায়নের কাজ হবে। হাইমাস্ট লাইট হবে। গ্রিন সিটি প্রকল্পেও ঢুকবে নলহাটি।’’

এ দিন ৮ নম্বর ওয়ার্ডের ডাকবাংলা পাড়া মাঠে জনসভা করেন ফিরহাদ। মূল বক্তাও ছিলেন তিনি। অন্যদের মধ্যে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত (কেষ্ট) মণ্ডল, দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী-সহ জেলার সমস্ত বিধায়কেরা। জেলার পাঁচটি পুর এলাকার পুরপ্রধানও ওই জনসভায় ছিলেন। আগের দিনই নলহাটিতে হুডখোলা জিপে প্রচার করেছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। সে দিন লকেট উন্নয়ন থেকে একাধিক বিষয়ে রাজ্যের শাসকদলের সমালোচনা করেছিলেন। এ দিন তার পাল্টা দেন ফিরহাদ। লকেটের নাম না করে তিনি বলেন, ‘‘বিধানসভা ভোটে এই জেলায় এক জন প্রার্থী হয়েছিলেন। প্রচারও করেছিলেন। কিন্তু, দিনের শেষে দেখা যায় তিনি তৃতীয় স্থান পেয়েছেন। কেননা এঁরা বছরভর মানুষের পাশে থাকেন না। দু’দিনের জন্য টিভিতে মুখ দেখান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE