Advertisement
E-Paper

টুকরো খবর

রাঢ়বঙ্গের তিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে একই সঙ্গে পুলিশ সুপারের রদবদল হল। সোমবার বাঁকুড়ার এসপি হিসেবে দায়িত্ব নিলেন নীলকান্ত সুধীর কুমার। এ দিন তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব নেন মুকেশ কুমার। নীলকান্ত পুরুলিয়ার এসপি ছিলেন। ওই পদে এ দিনই যোগ দেন রূপেশ কুমার। ২০১২ সালে এপ্রিলে বাঁকুড়া জেলায় পুলিশ সুপারের দায়িত্ব নেন মুকেশ কুমার।

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০০

রাঢ়বঙ্গে এসপি বদল

নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া

রাঢ়বঙ্গের তিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে একই সঙ্গে পুলিশ সুপারের রদবদল হল। সোমবার বাঁকুড়ার এসপি হিসেবে দায়িত্ব নিলেন নীলকান্ত সুধীর কুমার। এ দিন তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব নেন মুকেশ কুমার। নীলকান্ত পুরুলিয়ার এসপি ছিলেন। ওই পদে এ দিনই যোগ দেন রূপেশ কুমার। ২০১২ সালে এপ্রিলে বাঁকুড়া জেলায় পুলিশ সুপারের দায়িত্ব নেন মুকেশ কুমার। আধুনিক তথ্য প্রযুক্তিকে পুলিশের দৈনন্দিন কাজে কী ভাবে লাগানো যায় তা নিয়ে বেশ কিছু পরীক্ষা চালিয়েছিলেন তিনি। বিবিএম পরিষেবার মাধ্যমে জেলার প্রত্যেকটি থানার ওসি-আইসিদের সঙ্গে জেলা পুলিশের কর্তাদের মোবাইল জুড়ে দিয়েছিলেন তিনি। যার ফলে কাজে দ্রুততা এসেছে। জেলা পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের সংযোগ স্থাপনও হয়। কেবলমাত্র অভিযোগ জানানোই নয়, সাধারণ মানুষ ওই ওয়েবসাইটের মাধ্যমে জেলা পুলিশকে প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছেন। কয়েক মাস আগে বিষ্ণুপুরের এক ব্যক্তির কাছে শহরের ট্রাফিক পুলিশের কাজে গাফিলতির অভিযোগ পেয়ে মুকেশ কুমার ট্রাফিক ওসি নিয়োগ করেন বিষ্ণুপুরে। মহিলাদের নিরাপত্তায় গুরুত্ব দিতে বিশেষ হেল্পলাইনও চালু করেন তিনি। জেলা পুলিশের হেল্পলাইনগুলিকেও হোয়াটসঅ্যাপে যোগ করা হয়েছে। কিছু ক্ষেত্রেও পুলিশের তত্‌পরতা দেখা গিয়েছে। সম্প্রতি শালতোড়ায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক পুলকার চালকের বিরুদ্ধে। ছ’দিনের মাথায় ঘটনার চার্জশিট জমা দেয় পুলিশ। নীলকান্ত সুধীর কুমার জানান, শীঘ্রই বৈঠক করে জেলার পরিস্থিতি খতিয়ে দেখবেন।

হাজিরার নয়া পদ্ধতি কাশীপুরে

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

এ বার বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা শুরু হল কাশীপুর ব্লকে। সোমবার থেকেই কর্মীদের জন্য এই পদ্ধতিতে হাজিরা চালু হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া। পুরুলিয়ার জেলাশাসক তন্ময় চক্রবর্তী জানিয়েছেন, জেলার বিভিন্ন ব্লকে এই পদ্ধতিতে হাজিরা চালু করা হচ্ছে।

জেলা ছাত্রযুব উত্‌সব

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

সোমবার থেকে জেলা ছাত্রযুব উত্‌সব শুরু হল রামপুরহাটে। বুধবার পর্যন্ত চলবে। এ দিন রক্তকরবী মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। ছিলেন মত্‌স্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, যুব কল্যাণ দফতরের জয়েন্ট সেক্রেটারি মুকেশ সিং, জেলা যুব আধিকারিক কৃষ্ণপদ হালদার। তবে এ দিন উদ্বোধন ঘিরে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর টিফিন দেওয়া হয়। এই নিয়ে ক্ষোভে অনেক পড়ুয়া টিফিন না নিয়ে চলে যায় এবং একটা বিশৃঙ্খলা তৈরি হয়। পরে ছাত্রযুব উত্‌সবের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কর্মীরা সেই বিশৃঙ্খলা সামাল দেয়। ততক্ষণে অবশ্য শতাধিক পড়ুয়া রক্তকরবী মঞ্চ ছেড়ে চলে যায়।

বাড়িতে চুরি

নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া

গভীর রাতে বাড়ির জানালা ভেঙে টাকা, গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া রক্ষা কালীতলা মোড়ে। পেশায় মাইক ব্যাবসায়ী বিশ্বজিত সাহা বলেন, “বাড়িতে ঘুমিয়ে ছিলাম সকলে। সেই জন্য চুরির বিষয়টি নজরে আসেনি। সকাল ঘুম থেকে উঠে দেখি, বাড়ির জানালা ভাঙা। দেখি, সব লণ্ডভণ্ড হয়ে রয়েছে।” সাঁইথিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দুর্নীতির অভিযোগ

পুকুর জল ভর্তি। অথচ সেই পুকুরে মাটি কাটার কাজ হচ্ছে দেখানো হয়েছে। এ ছাড়া, শিশুশিক্ষা কেন্দ্রের সামনে মাটি ভরাটের কাজও দেখানো হয়েছে। তৃণমূল পরিচালিত মুরারই পঞ্চায়েতে একশো দিন প্রকল্পে এমন নানা দুর্নীতির অভিযোগ আনলেন বিরোধী তিন সদস্য। মুরারই ১ ব্লকের বিডিও আবুল কালাম বলেন, “অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।”

স্বামী গ্রেফতার

স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে সাঁতুড়ি থানার বৃন্দাবনপুর গ্রাম থেকে স্বামী দেবনাথ তন্তুবায়কে গ্রেফতার করে পুলিশ। সে দিন দুপুরে বাড়ির মধ্যে তাঁর স্ত্রী মল্লিকা তন্তুবায়ের দেহ উদ্ধার করে পুলিশ। বিকেলের দিকে নিহতের বাপের বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে তাঁর বাপের বাড়ি। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

brief story puru pix
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy