Advertisement
E-Paper

টুকরো খবর

অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় ঢুকে কর্তব্যরত এক পুলিশ কর্মীকে ধাক্কা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা রবিবার দুপুরে বীরভূমের মহম্মদবাজার থানার। পুলিশ জানায়, ওই পুলিশ কর্মীকে ধাক্কা মারার অভিযোগে চারজনকে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের থানা থেকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসখানেক আগে মহম্মদবাজার থানার মকদমনগরের এক গৃহবধূ আগুনে পুড়ে মারা যায়।

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৫ ০০:৩৪

পুলিশকর্মীকে ধাক্কা, ধৃত চার

নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার

অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় ঢুকে কর্তব্যরত এক পুলিশ কর্মীকে ধাক্কা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা রবিবার দুপুরে বীরভূমের মহম্মদবাজার থানার। পুলিশ জানায়, ওই পুলিশ কর্মীকে ধাক্কা মারার অভিযোগে চারজনকে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের থানা থেকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসখানেক আগে মহম্মদবাজার থানার মকদমনগরের এক গৃহবধূ আগুনে পুড়ে মারা যায়। একই থানার বাসিন্দা ওই বধূর বাবা মোহন বায়েন এ ব্যাপারে জামাই অনাথ দাস, ননদ ও আরেক মহিলার নামে মহম্মদবাজার থানায় অভিযোগ দায়ের করেন। মোহন জানায়, প্রায় ২৫-৩০ বছর হল মেয়ে প্রতিভার সঙ্গে অনাথ দাসের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর জানতে মেয়ে পারে, জামাইয়ের সঙ্গে অন্য এক মহিলার সম্পর্ক রয়েছে। মেয়ে প্রতিবাদ করে, কিন্তু কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত জামাই ও তাঁর পরিবারের অত্যাচারে মেয়ে আগুনে পুড়ে মারা যায়। ঘটনার একমাস কেটে গেলেও এখনও পর্যন্ত জামাইয়ের বোন ও ওই মহিলাকে পুলিশ ধরেনি। ঘটনা হল, কেন পুলিশ অভিযুক্তদের ধরেনি সেই অভিযোগই থানায় জানাতে গিয়েছিলেন মোহনবাবু। থানায় তাঁর সঙ্গে ছিলেন এলাকার বেশ কয়েকজনও। পুলিশ জানায়, রবিবার দুপুর একটা নাগাদ মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ২৫-৩০ জন থানায় ঢুকে চিৎকার শুরু করে। কর্তব্যরত এনভিএফ কর্মীকে ধাক্কা মেরে অফিসে ঢোকার চেষ্টা করে। ততক্ষণে পুলিশ কর্মীরা তাঁদেরকে বাধা দেয়। পুলিশ তেড়ে গেলা তাঁরা পালানোর চেষ্টা করেন। পুলিশ মোহন দাস, তাঁর দুই ছেলে-সহ এক প্রতিবেশীকে ধরে। জেলা পুলিশসুপার মুকেশ কুমার বলেন, “আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

টোকাটুকি রুখতে সতর্কতা

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

প্রথম দিন পরীক্ষা শুরুর পাঁচ মিনিটের মধ্যে প্রশ্নপত্রের ফটোকপি বাইরে চলে গিয়েছিল। তার পরেই টনক নড়েছে প্রশাসনের। সোমবার উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিন বাড়তি সতর্কতা দেখা গেল বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে। পরীক্ষা কেন্দ্রের ঢোকার আগে পরীক্ষার্থীদের ব্যাগ পুলিশকর্মীরা ভাল করে পরীক্ষা করে দেখছেন। আবার পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পর্যবেক্ষকেরাও পরীক্ষার্থীদের কাছে মোবাইল রাখা নিয়ে কড়া নজরদারি চালালেন। তার পরেও অবশ্য রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে পরীক্ষার্থীদের কাছ থেকে ১৩টি মোবাইল উদ্ধার হতে দেখা গিয়েছে। পরে এসডিও (রামপুরহাট) উমাশঙ্কর এস বলেন, “এ দিন শহরের ৯টি পরীক্ষা কেন্দ্রের জন্য ৬টি বিশেষ দল গড়ে নজরদারি চালানো হয়েছে।” তার পরেই ওই ১৩টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এ ছাড়া ওই বিশেষ দল বিভিন্ন স্কুল থেকে নকল করার জন্য নিয়ে আসা বই-খাতাও উদ্ধার করেছে। এসডিও-র দাবি, “পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন তৎপর আছে। পরীক্ষা কেন্দ্রের ভিতর পরীক্ষার্থীদের নকল করার চেষ্টা প্রশাসন কোনও ভাবে বরদাস্ত করবে না।” জেলা সহকারী স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সুফিয়ার রহমান জানান, এ দিন শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা হয়েছে।

নিয়োগে দুর্নীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

তালিকায় নাম রয়েছে তৃণমূল প্রধানের। একই ভাবে নাম রয়েছে পঞ্চায়েত সমিতির তৃণমূল জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের স্ত্রীরও। রামপুরহাট ১ ব্লকে ‘সুসংহত শিশু বিকাশ প্রকল্পে’ কর্মী ও সহায়িকা নিয়োগের ওই তালিকাকে ঘিরেই দুর্নীতির অভিযোগ উঠল। সোমবার এই মর্মে রামপুরহাট থানার স্বাধীনপুর গ্রামের আট মহিলা মহকুমাশাসকের কাছে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। তাঁদের দাবি, যোগ্যদের বঞ্চিত করেই ওই সমস্ত নিয়োগ হয়েছে। পরে এসডিও (রামপুরহাট) উমাশঙ্কর এস জানান, ব্লকের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ও সহায়িকা নিয়োগ নিয়ে উচ্চ আদালতে দীর্ঘ দিন ধরে মামলা চলছিল। আইনি জটিলতায় প্রায় ছ’বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ। সম্প্রতি আদালতের নির্দেশে ওই নিয়োগ শুরু হয়েছে। তাঁর দাবি, “এ ক্ষেত্রে পরীক্ষা বা নিয়োগ সংক্রান্ত যা সরকারি পদ্ধতি, তা এখনকার বিষয় নয়। যা হওয়ার, আদালতের নির্দেশ মোতাবেকই হয়েছে।” অভিযোগ, তালিকায় রয়েছেন কুসুম্বা পঞ্চায়েতের বর্তমান তৃণমূল প্রধান। নাম রয়েছে পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের স্ত্রীরও। আরও দাবি, “যোগ্যতা থাকলেও স্বাধীনপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য গ্রামের কাউকে নেওয়া হয়নি।” তৃণমূলের রামপুরহাট ১ ব্লকের সভাপতি আনারুল হোসেনের যদিও দাবি, “যা কিছু হয়েছে সরকারি নিয়ম-নীতি মেনে হয়েছে।” অন্য দিকে, রামপুরহাট ১ ব্লকের ভারপ্রাপ্ত প্রকল্প আধিকারিক শান্তিকুমার বাগদি বলেন, “ওই সব নিয়োগ ২০০৯ সালের। তখন কী হয়েছে, তা আমার জানার কথা নয়।”

আফ্রিকার তরুণী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া

উদ্ধার হওয়া তরুণী। নিজস্ব চিত্র।

রেলস্টেশন থেকে উদ্ধার হওয়া এক আফ্রিকান তরুণীকে নিয়ে সমস্যায় পড়েছে সাঁইথিয়া রেল পুলিশ। রবিবার রাতে স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে ওই তরুণীকে ঘোরাফেরা করতে দেখে রেলপুলিশ। ভাষাগত সমস্যার কারণে প্রথমে তাঁরা কিছুই বুঝতে পারেননি। মহিলাকে পুলিশি প্রহরা দেওয়ার ব্যবস্থা করা হয়। সোমবার বিকেলে তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানতে পেরেছে, মারিয়ন নামে ওই তরুণীর বাড়ি পূর্ব আফ্রিকার উগান্ডায়। তরুণীর অসংলগ্ন কথাবার্তা থেকে জানি গিয়েছে, মুম্বইয়ে কর্মরত ওই তরুণীর দিল্লি যাওয়ার কথা ছিল। ভুল করে প্রথমে তিনি হাওড়া চলে আসেন। সেখান থেকে কোনও ভাবে সাঁইথিয়ায়। সিউড়ি জিআরপি-র ওসি বিকাশ মুখোপাধ্যায় বলেন, “উদ্ধারের পরে মহিলার প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তাঁকে রামপুরহাটের একটি হোমে রাখা হয়েছে।”

কংসাবতীতে সেতুর দাবি

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

কংসাবতী নদীর উপরে সেতু গড়ার দাবিতে নদীর তীরে অবস্থানে বসলেন তীরের একাদিক গ্রামের বাসিন্দারা। সোমবার মূলত আড়শা ও পুরুলিয়া ১ ব্লকের সাতশিমূলিয়া, পাতরাবেড়া, লোহারডি, হেঁসলা, রামজীবনপুর-সহ কিছু গ্রামের কয়েকশো বাসিন্দা অবস্থানে সামিল হন। আন্দোলনকারীদের মধ্যে কর্ণ রক্ষিত, গৌতম মাহাতোরা বলেন, “আমরা কংসাবতী নদীপারের বিভিন্ন গ্রামের বাসিন্দা। প্রতিদিনই জীবিকার প্রয়োজনে শহরে আসতে হয়। কিন্তু যাতায়াতের পথে সেতু নেই। সেতু রয়েছে বেলডিতে, সেখান দিয়ে অনেকট ঘুরপথে শহরে যেতে হয়। সেই সঙ্গে গ্রামকে ছিন্ন করেছে বান্দু নদী। সেই নদীর উপরেও কোনও সেতু নেই। আমরা বেশ কিছুদিন ধরেই দাবি জানাচ্ছি, আমাদের এলাকায় একটি সেতু গড়ার। সেই দাবিতেই এই আন্দোলন।” আন্দোলনকারীরা এ দিন প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থলে আসার দাবিতে কিছুক্ষণ তেলেডি পাম্পিং স্টেশনের কাজও বন্ধ করে দেন। শহরে পানীয় জল সরবরাহের অন্যতম পাম্পিং স্টেশনটি রয়েছে এখানে। পুরুলিয়ার পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায় জানান, বোঝানোর পরে তাঁরা অবরোধ তুলে নেন। পরে আন্দোলনকারীরা জেলা সভাধিপতির সঙ্গে দেখা করেন। সভাধিপতি সৃষ্টিধর মাহাতো বলেন, “আমি তাঁদের বুঝিয়েছি, এ ভাবে কাছাকাছি সেতু গড়া সম্ভব নয়। তা ব্যয়বহুলও। তবে আমরা বিভিন্ন জায়গায় চেকড্যাম গড়ার কাজে হাত দিয়েছি। ওখানে একটি চেকড্যামের উপরে মানুষজনের যাতায়াতের জন্য একটি ছোট সেতুও করে দেওয়া যায় কিনা, তা আধিকারিকদের দেখতে বলেছি।”

প্রার্থী তালিকা সোনামুখীতে

নিজস্ব সংবাদদাতা • সোনামুখী

বাঁকুড়ার সোনামুখী পুরসভায় আশন্ন পুরভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। তবে, সেই তালিকা অসম্পূর্ণ। ১৫ আসনের পুরসভায় ১১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। রবিবার সন্ধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করে সিপিএমের সোনামুখী জোনাল কমিটির সম্পাদক শেখর ভট্টাচার্য বলেন, “বাকি ৪টি আসনের তালিকা ১৮ মার্চ প্রকাশিত হবে।” ১১ জনের প্রার্থী তালিকায় রয়েছে ৬টি নতুন মুখ। যাঁদের মধ্যে ৬ নম্বর ওয়ার্ডে প্রথম ভোট-যুদ্ধে নামছেন এসএফআই-এর জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তী। এ ছাড়া, বর্তমান পুরপ্রধান কুশল বন্দ্যোপাধ্যায় নিজের ২ নম্বর ওয়ার্ড সংরক্ষিত হওয়ায় ১৩ নম্বর ওয়ার্ড থেকে লড়বেন। বর্তমান উপপুরপ্রধান আরএসপি-র তপন দত্ত নিজের ৭ নম্বর ওয়ার্ডে এবং দুই বাম সমর্থিত নির্দল প্রার্থী অতীন লোহার ৪ নম্বর ওয়ার্ডে ও সব্যসাচী কর ১০ নম্বর ওয়ার্ডে প্রথমবার দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন শেখরবাবু।

বই প্রকাশ

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

সোমবার পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে প্রকাশিত হল স্বামী বিবেকানন্দের উপর একটি বই। ‘দেশনায়ক বিবেকানন্দ যুগ থেকে যুগান্তরে’, শ্রীনিবাস নন্দী ও দয়াময় মণ্ডল সম্পাদিত এই বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ। শ্রীনিবাসবাবু জানিয়েছেন, বিশিষ্ট প্রাবন্ধিক, বিবেকানন্দ ভাবানুরাগী মানুষজন, বিবেকানন্দ ভাবনায় নিযুক্ত গবেষক-সহ বিশিষ্টজনদের লেখায় সমৃদ্ধ হয়েছে এই বইটি।

নাবালিকা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল

নাবালিকাকে অপহরণ করার অভিযোগে পূর্ণচন্দ্র সৌ মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি খয়রাশোলের বড়কুড়ি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই নাবালিকাকে নিয়ে গত ৯ জানুয়ারি থেকে বেপাত্তা হন পূর্ণচন্দ্র। খয়রাশোল থানায় লিখিত অভিযোগ জানিয়েছিল পরিবার। শনিবার বাড়ি ফিরতেই পুলিশ তাঁকে ধরে। দুবরাজপুর আদালতে ১৮ মার্চ পর্যন্ত ধৃতকে জেল হাজতের নির্দেশ দিয়েছে। যুবকের গ্রেফতারির পরে রবিবারই ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।

সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ মডার্ন আর্ট সেন্টারের ১২ বছর পূর্তি অনুষ্ঠান হয়ে গেল রবিবার। সভাপতিত্ব করেন সমাজসেবী ভৈরব রায়। সংস্থার প্রশিক্ষক কানাই কুচল্যান জানান, বসে আঁকোর পাশাপাশি ছিল সংগীত ও আবৃত্তি। সবার নজর কেড়েছে সংস্থার ছাত্র-ছাত্রীদের আঁকা ‘আমার ছবি’ অ্যালবামটি। যার উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী অসিত কর্মকার।

জখম শ্রমিক

সেতু নির্মাণের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে জখম হল চার শ্রমিক। সোমবার দুপুরে মাড়গ্রামের দুনিগ্রাম পঞ্চায়েতের ভাংলা কাঁদরের উপর সেতু নির্মাণের সময় ঘটনাটি ঘটে। মুজিবর আনসারি নামে এক শ্রমিকের চোট গুরুতর হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে।

brief story puru tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy