Advertisement
E-Paper

টুকরো খবর

কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) পরিচালিত রামপুরহাট কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। মঙ্গলবার বিকেলের ঘটনায়। ওই কলেজের বি.কম তৃতীয় বর্ষের ছাত্র সাগর কেশরী বর্তমানে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে এ দিন হাসপাতালে দেখতে গিয়েছিলেন ছাত্র পরিষধের জেলা সভাপতি রবিউল হাসান।

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৪ ০১:২১

আত্মহত্যার চেষ্টা জিএস-এর

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) পরিচালিত রামপুরহাট কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। মঙ্গলবার বিকেলের ঘটনায়। ওই কলেজের বি.কম তৃতীয় বর্ষের ছাত্র সাগর কেশরী বর্তমানে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে এ দিন হাসপাতালে দেখতে গিয়েছিলেন ছাত্র পরিষধের জেলা সভাপতি রবিউল হাসান। সাগরের অভিযোগ, “সোমবার কলেজে ছাত্র সংসদের বার্ষিক অনুষ্ঠান ছিল। ব্যক্তিগত কাজে ওই দিন কলেজে ছিলাম না। ফোনে জানতে পারি, টিএমসিপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে আর্থিক তছরূপের অভিযোগ তুলেছেন। মঙ্গলবার বাড়ি ফিরে সেই অপমানে ফিনাইল খাই।” তাঁর দাবি, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমার বিরুদ্ধে মাঝে মধ্যে নানা অভিযোগ আনা হচ্ছে, চাপও আসত। সে জন্য এক মাস জি.এস পদ ছাড়তে চেয়ে অধ্যক্ষকে মৌখিক ভাবে জানিয়েছিলাম।” অধ্যক্ষ জয়দেব পান বলেন, “ঘটনার কথা আমার জানা নেই। তবে ওই ছাত্র জিএস পদ ছাড়তে চেয়ে আমাকে জানিয়েছিল।” অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমন্ত্রিত হিসেবে অনুষ্ঠানে গিয়ে শুনি, জিএস বাইরে আছেন। ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, ৪০ হাজার টাকা নিয়ে জি.এস বাইরে চলে গিয়েছেন। এই নিয়ে বিরোধীরা অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা চালাচ্ছিল। তখন আমি মাইকে বলি, যদি জিএস টাকা নিয়ে চলে যায়, তা হলেও অনুষ্ঠান বন্ধ হবে না।”

বস্তাবন্দি দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া

রেল লাইনের অদূরে মিলল বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলাপচা মৃতদেহ। মঙ্গলবার সাঁইথিয়া স্টেশনের কাছে পশ্চিম কেবিনের পিছন থেকে ওই দেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত দু’ তিন দিন ধরে ওই এলাকা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পচা গন্ধের চোটে বাসিন্দাদের টেকা দায় হয়ে পড়েছিল। সকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই কেবিনের পিছনে ঝোপের মধ্যে একটা বস্তা পড়ে থাকতে দেখেন। ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’ এক দিনের মধ্যে কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে বস্তায় ভরে ফেলে দিয়ে গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আজ, বুধবার দেহটি ময়না-তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

সুবর্ণ জয়ন্তী

নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর

সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু হল মল্লারপুর উচ্চ বিদ্যালয়ে। ওই উপলক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুলের বর্তমান ও প্রাক্তনীদের নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার পাশাপাশি সিউড়ির ‘আনন’ নাট্যগোষ্ঠী নাটক পরিবেশন করবে। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পুতুল নাচের মাধ্যমে তুলে ধরা হবে। স্কুল ভবনে একটি প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে। এ দিন উৎসবের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। ছিলেন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, ময়ূরেশ্বর ১ বিডিও বিশ্বনাথ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মন্ত্রী ওই স্কুলে বিজ্ঞান শাখা খোলার আশ্বাস দেন। স্কুলকে যথাযথ সাহায্যের আশ্বাস দেন সভাধিপতিও।

অনশনে শ্রমিকেরা

কাজের দিন বাড়ানো-সহ একাধিক দাবিতে অনশনে বসল সাঁওতালডিহি বিদ্যুৎকেন্দ্রে জল সরবরাহের ‘ইনটেক’-এর (পাম্প হাউস) ঠিকা শ্রমিকরা। মঙ্গলবার থেকে নিতুড়িয়া ব্লকের ভিরিঙ্গি গ্রামের কাছে ইনটেকে অনির্দিষ্ট সময়ের অনশন শুরু করেছেন জনা দশকে ঠিকা শ্রমিক। তাঁরা মূলত পাম্প রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত। তবে এই অন্দোলনের জেরে বিদ্যুৎকেন্দ্রে জল সরবরাহে সমস্যা হয়নি। শ্রমিকদের দাবি, আগে প্রশাসনের উপস্থিতিতে আলোচনায় স্থির হয়েছিল মাসে ন্যূনতম ১৮ দিন ঠিকাদার তাদের কাজ দেবে। কিন্তু বর্তমানে ১৮ দিনের বদলে মাসে ১০-১২ দিন কাজ মিলছে। যদিও ওই ঠিকাদার দীপক সরকার দাবি করেছেন, “ওঁরা ১৮ দিন কাজ করেন না। যতদিন কাজ করেন, সেই অনুযায়ী তাঁরা মজুরী পান।” সাঁওতালডিহি তাপ বিদ্যুৎকেন্দ্রের জিএম স্বপন মাইতি বলেন, “পাম্প রক্ষণাবেক্ষণের কাজে জড়িত ঠিকা শ্রমিকরা অনশনে বসেছেন বলে শুনেছি। তাবে তার জেরে জল সরবরাহে সমস্যা হচ্ছে না। আগে এই শ্রমিকদের সাথে প্রশাসনের উপস্থিতিতে আলোচনায় বসে মীমাংসা করা হয়েছিল। এবারও বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আমরাও প্রতিনিধি পাঠিয়ে শ্রমিকদের সাথে কথা বলব।”

দুই পদ থেকে বেতন, নালিশ

এক নামে তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, অন্য নামে তিনিই প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছেন। পুঞ্চা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে সেই ধরম বন্দ্যোপাধ্যায় গত ২০১৩ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মাসিক ২০০০ টাকা করে সাম্মানিক হিসেবে ভাতা নিয়েছেন। তথ্য জানার অধিকার আইনে আবেদন করে এমনই তথ্য হাতে পেয়েছেন বলে দাবি করলেন পুঞ্চা ব্লক কংগ্রেস সভাপতি বারিদবরণ মাহাতো। আগে তিনি ধরমবাবুর বিরুদ্ধে থানাতেও স্মারকলিপি দিয়েছিলেন। তিনি বলেন, “সাম্মানিক হিসেবে পাওয়া টাকা ধরমবাবুকে ফেরত দিতে হবে।” পুঞ্চার বিডিও সুপ্রতীক সিংহ বলেন, “এ ক্ষেত্রে কী নিয়ম রয়েছে, জেলা প্রশাসনের কাছে তার ব্যাখ্যা চেয়েছি।” ধরমবাবুর দাবি, “এ নিয়ে এত শোরগোলের কী আছে! সাম্মানিক বাবদ পাওয়া টাকা তেমন হলে ফেরত দিয়ে দেব।”

পুলিশ-ক্রীড়া

জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোম ও মঙ্গলবার বেলগুমা পুলিশ লাইনের মাঠে। নাগা জওয়ান, সিআরপি, সিভিক ভলেন্টিয়ার ও জেলা পুলিশের কর্মীরা মিলিয়ে মোট ৪২টি ইভেন্টে তিন শতাধিক পুলিশ কর্মী ও জওয়ান এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। আইজি(পশ্চিমাঞ্চল) সিদ্ধিনাথ গুপ্ত, ডিআইজি(বাঁকুড়া) বিশাল গর্গ জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার, অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য-সহ জেলা পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার শেষে পুলিশ কর্তাদের সঙ্গে লক্ষ্যভেদে অংশ নেন জেলাশাসক তন্ময় চক্রবর্তীও।

দুর্ঘটনায় মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আবরার আহমেদ (২৬)। জামশেদপুরের মানগোর কপালিয়া এলাকায় তাঁর বাড়ি। দুর্ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় পুরুলিয়া-জামশেদপুর ৩২নম্বর জাতীয় সড়কে, বলরামপুর থানার বলরামপুর কলেজের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই যুবক ও তাঁর সঙ্গী আর এক যুবক একটি মোটরবাইকে করে পুরুলিয়ার দিকে যাচ্ছিলেন। পুরুলিয়ার দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি ধাক্কা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবরারের। অন্য জনকে জামশেদপুরে নিয়ে যাওয়া হয়েছে।

brief story puru tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy