Advertisement
E-Paper

টুকরো খবর

কলেজ নির্বাচনে জেতায় গ্রামের বাইরে পটকা ফাটিয়ে উল্লাসে মেতেছিলেন কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগ তৃণমূল কর্মীরা ওই বিজেপি কর্মীদের উপরে চড়াও হয়ে মারধর চালায়। এমনকী এক বিজেপি কর্মীর গাড়িও তারা ভাঙচুর করে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হুড়া থানার কুসুমজোড়িয়া গ্রামে। মঙ্গলবার স্থানীয় বিজেপি কর্মী মলয় মাহাতো তৃণমূল নেতা গোলকবিহারী মাহাতো-সহ কয়েকজন তৃণমূলর কর্মীর বিরুদ্ধে হুড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৪ ০২:২৩

কলেজ জয়ে উল্লাস কেন, মারধরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • হুড়া

ভাঙচুর হওয়া গাড়ি।—নিজস্ব চিত্র

কলেজ নির্বাচনে জেতায় গ্রামের বাইরে পটকা ফাটিয়ে উল্লাসে মেতেছিলেন কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগ তৃণমূল কর্মীরা ওই বিজেপি কর্মীদের উপরে চড়াও হয়ে মারধর চালায়। এমনকী এক বিজেপি কর্মীর গাড়িও তারা ভাঙচুর করে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হুড়া থানার কুসুমজোড়িয়া গ্রামে। মঙ্গলবার স্থানীয় বিজেপি কর্মী মলয় মাহাতো তৃণমূল নেতা গোলকবিহারী মাহাতো-সহ কয়েকজন তৃণমূলর কর্মীর বিরুদ্ধে হুড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি। হুড়ার লালপুর মহাত্মা গাঁধী কলেজের ছাত্র সংসদের দখল টানা পাঁচ বছর ধরে রেখেছিল টিএমসিপি। সোমবার নির্বাচনে ওই কলেজে জেতে এবিভিপি। নির্বাচনের ফল প্রকাশের কিছু পরে কলেজ থেকে জনা পাঁচ-ছয় বিজেপি কর্মী মলয় মাহাতোর গাড়িতে করে প্রথমে যান স্থানীয় গড়ুরবাথা গ্রামে। সেখানে ছোট মিছিল করে তাঁরা ফিরে এসেছিলেন কুসুমজোড়িয়া গ্রামে। প্রসঙ্গত সকলেই এই গ্রামেরই বাসিন্দা। বিজেপির ওই কর্মীদের মধ্যে নির্মল মাহাতো, উত্তম মাহাতোদের অভিযোগ, “গ্রামে ঢোকার আগে বাইরে পটকা ফাটাচ্ছিলাম। সেই সময়ে তৃণমূলের স্থানীয় নেতা গোলকবিহারী মাহাতো সহ কয়েকজন তৃণমূল কর্মী আমাদের উপরে চড়াও হয়ে মারধর করে। তারা মলয়ের গাড়ির কাচ ভেঙে দেয়।” তবে অভিযোগ অস্বীকার করে গোলকবিহারীবাবু পাল্টা দাবি করেছেন, “ওই বিজেপি কর্মীরা প্রচণ্ড আওয়াজের পটকা ফাটাচ্ছিল। ওদের পটকার আগুনে আমার ধানের গোলায় আগুন লেগে গিয়েছিল। তাই ওদের শুধু পটকা ফাটাতে বারণ করেছিলাম। হামলার অভিযোগ মিথ্যা।”

মুক্তধারা প্রকল্পে যুক্ত হল আরও তিন ব্লক

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

মুক্তধারা প্রকল্পে যুক্ত হল পুরুলিয়া জেলার আরও তিনটি ব্লক। ২০১৩ সালে রাজ্যে প্রথম পাইলট প্রোজেক্ট হিসেবে এই জেলার বলরামপুর ও পুরুলিয়া ১ ব্লকে এই প্রকল্পের কাজ শুরু হয়। এ বছরের ফেব্রুয়ারি মাসে পুরুলিয়াতেই এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতের কাছে ছড়িয়ে থাকা সম্পদ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও বাজার সম্পর্কে পরিচিত করা। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, এ বার এই প্রকল্পে বরাবাজার, পুঞ্চা ও ঝালদা ২ এই তিনটি ব্লককে যুক্ত করা হল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলার দু’টি ব্লকে এই প্রকল্পে ১৭৮টি স্বনির্ভর গোষ্ঠী ও ১৯৮৪টি পরিবার যুক্ত হয়েছে। গোষ্ঠীগুলিকে ১ কোটি ২৫ লক্ষ ৯৪ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। তার মধ্যে গোষ্ঠীগুলি শোধ করেছে ১৯ লক্ষ ৪৯ হাজার টাকা। এতদিন ছাগল, শূকর, বলদ, হাঁস-মুরগি পালন বা কৃষিকাজ এই প্রকল্পের আওতাভুক্ত ছিল। এ বার সব্জি চাষ, শ্রী পদ্ধতিতে ধানের ফলন, সেমিয়ালাটা গাছে লাক্ষা চাষ, সর্ষে, বাদাম, ডাল শষ্যের চাষ এবং জৈবসার প্রয়োগকেও এই প্রকল্পভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো।

কলেজ ছাত্রীকে চড় মেরে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

কলেজ যাওয়ার পথে এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ ও তাঁকে চড় মারার অভিযোগে এক রিকশা চালককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে সিউড়ি শহরে। পুলিশ জানায়, ধৃতের নাম ঈদ মহম্মদ। সিউড়ি থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, এক শিক্ষকের কাছে টিউশন পড়ে কলেজে যাচ্ছিলেন বীরভূম মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী পিঙ্কি দাস। সঙ্গে ছিলেন ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্রী শীলা সূত্রধর। সিউড়ি থানা থেকে বড়জোর ৩০০ মিটার দূরে একটি মিষ্টির দোকান রয়েছে। ওই দোকানের সামনে দাঁড়িয়েছিলেন দুই বন্ধু। অভিযোগ, সেই সময়ই পিঙ্কিকে পেছন থেকে ধাক্কা মারেন রিকশা চালক ঈদ মহম্মদ। আচমকা ধাক্কা খেয়ে বেজায় চোটে গিয়ে ওই দুই ছাত্রী কটূ কথা বলেন। সেই সঙ্গে তাঁরা বলেন, “না দেখে চলছ কেন।” ওই কথা শুনে কিছুক্ষণের জন্য চলে গেলেও পরক্ষণেই ঘুরে এসে সপাটে ওই ছাত্রীর গালে ধৃত চড় মারেন বলে অভিযোগ। প্রকাশ্য রাস্তায় এ ভাবে চড় খাওয়ার পর প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেও পরক্ষণেই চটিখুলে অভিযুক্ত রিকশা চালককে পাল্টা মারেন ওই ছাত্রী। এরপরই থানায় এসে অভিযোগ করেন সিউড়ি ১ ব্লকের লাঙ্গুলিয়ার বাসিন্দা ওই ছাত্রী। ওই দুই ছাত্রী বলেন, “ধাক্কা মারার জন্যই মুখ খেকে কটূ কথা বেরিয়ে যায়। কিন্তু তাই বলে এ ভাবে কেউ চড় মারতে পারে ভাবতেও পারেনি। সবচেয়ে অবাক করা বিষয়, সেই সময় ঘটনাস্থলের চারিদিকে লোকজন থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। বাধ্য হয়েই থানায় যাই।” সিউড়ি ১ ব্লকের কুখুড্ডির বাসিন্দা ধৃত ঈদ মহম্মদ অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ঘটনাটি মিথ্যে নয় বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। অভিযোগ পেয়েই পুলিশ ওই রিকশা চালককে গ্রেফতার করে। ধৃতকে আজ বুধবার আদালতে হাজির করানো হবে বলে পুলিশ জানিয়েছে।

অনিচ্ছাকৃত খুনের দায়ে কারাদণ্ড পড়শির

নিজস্ব সংবাদদাতা • বোলপুর

জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী যুবককে অনিচ্ছাকৃত খুনের দায়ে দোষী ব্যক্তিকে দশ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন বোলপুরের অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায়চৌধুরী। অনাদায়ে আরও ছ’মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সোমবার ওই ব্যক্তিকে তিনি দোষী সাব্যস্ত করেন। সরকারি পক্ষের আইনজীবি মহম্মদ জামিরুল হক বলেন, “ঘটনার দিন উদয় বাগদী আচমকা শাবল দিয়ে দুর্যোধন বাগদীর ভাইপো কার্তিক বাগদীর মাথায় আঘাত করে। ঘটনাস্থলে কার্তিক মারা যান। ভাইপোকে খুন করার ঘটনায় উদয় বাগদী-সহ দশ জনের বিরুদ্ধে নানুর থানায় লিখিত অভিযোগ জানান দুর্যোধন। ঘটনায় মত ১৫ জনের সাক্ষ্য নিয়েছে আদালত। উদয় বাগদীর বিরুদ্ধে ৩০৪ ধারায় দোষ প্রমাণিত হয়েছে। বোলপুরের অতিরিক্ত জেলা জজ তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। মঙ্গলবার তিনি সাজা ঘোষণা করেন।” ঘটনা হল, নানুর থানার রয়ান গ্রামের বাগদী পাড়ার ২০০৩ সালের ১১ মে সকাল ন’টা নাগাদ জমিতে গরু ধান খাওয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ওই গ্রামের বাগদী পাড়ার বাসিন্দা দুর্যোধন বাগদীর স্ত্রী লতিকা বাগদীর সঙ্গে সোমাই বাগদীর স্ত্রী তরু বাগদীর ঝামেলা বাধে। ওই সময়ে লতিকা বাগদীকে তরু বাগদীরা মারধর করে। বিষয়টি সাময়িক মেটার পর, লতিকাদেবীর পরিবারের লোকজন ঘটনার কথা জানতে গেলে, সোমাই বাগদীর পরিবার ওই দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ লাঠি, রড, শাবল নিয়ে হামলা করে। জামিরুল বলেন, “এই ঘটনার পর অভিযুক্তেরা পাল্টা একটি মামলা করেছিল। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ অভাবে, অভিযুক্তদের বোলপুরের অতিরক্ত জেলা জজ সিদ্ধার্থ রায়চৌধুরী বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন।”

মুরারইয়ে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের

মুরারইয়ে ফের গোষ্ঠী কোন্দলে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলের তিন সদস্য। তাঁদের সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম এবং ফব দলের দু’জন সদস্য। পঞ্চায়েত নির্বাচনের পর কংগ্রেস থেকে তৃণমূলে চলে যাওয়া দু’জন কংগ্রেস সদস্য এবং কংগ্রেস সদস্য। মঙ্গলবার বিডিও-র কাছে মোট ৮ জন সদস্য তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। মুরারই ২ পঞ্চায়েত সমিতির আমডোল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এর আগে মুরারই ১ পঞ্চায়েত সমিতির মুরারই পঞ্চায়েতে দলীয় কোন্দলে প্রধানের বিরুদ্ধে আনে দলীয় সদস্যরা। দল ভাঙিয়ে সেখানেও সঙ্গে পেয়ে গিয়েছিল সিপিএম এবং কংগ্রেস সদস্যদের। কিন্তু তৃণমূলের কোন্দলে ক্ষমতা দখলের জন্য অনাস্থা প্রস্তাবের জেরে আইনী জটিলতায় তিন মাস পঞ্চায়েতের উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছিল। মঙ্গলবার অনাস্থায় সাক্ষরকারী তৃণমূলের তিন সদস্য বলেন, ‘প্রধান দলীয় সদস্যদের পাত্তা না দিয়ে নিজের খেয়াল খুশি মতো পঞ্চায়েতের কাজকর্ম করছেন। সেই জন্য অনেক পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে ক্ষুব্ধ। সেই জন্য অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।” মুরারই ২ ব্লক সভাপতি আবু বাক্কার বলেন, “প্রাক্তন মন্ত্রী নুরে আলম চৌধুরীর অনুগামী কিছু কর্মী, কিছু সিপিএম-কিছু কংগ্রেস কর্মীদের যোগ-সাজোশে রেখে এই সব করছে। এতে আখেরে দলের ক্ষতি হচ্ছে। শীর্ষ নেতৃত্বকে জানাব।” আমডোল পঞ্চায়েতের প্রধান স্মৃতি কোনাইয়ের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। মুরারই ২-এর যুগ্ম বিডিও সমিত সরকার বলেন, “আমডোল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়েছে। অনাস্থার সভার দিন পরে ধার্য্য হবে।”

দুর্নীতির নালিশ

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে টেন্ডার দুর্নীতির অভিযোগ আনলেন তিন কংগ্রেস সদস্য। মুরারই পঞ্চায়েতের ঘটনা। দেবদুলাল সাহু, সেরবান শেখ, ফরিদা খাতুন নামে ওই তিন সদস্য এই বিষয় নিয়ে রামপুরহাট মহকুমাশাসকের দ্বারস্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, সম্প্রতি পঞ্চায়েতের ২৪টি সংসদের মধ্যে ১৭টি সংসদে ৪০টি কাজের জন্য টেন্ডার হয়েছে। বাকি ৭টি সংসদের জন্য কোনও টেন্ডার ডাকা হয়নি। নিয়ম অনুযায়ী প্রত্যেকটি সংসদে কাজ হওয়ার কথা। দেড় লক্ষের বেশি টাকার কাজের জন্য গ্রামীণ গ্রন্থাগারে এবং রামপুরহাট মহকুমাশাসকের কাছে কাজের দরপত্র টাঙাতে হবে। সেটা হয়নি। মহকুমাশাসক উমাশঙ্কর এস বলেন, “বিডিওকে বিষয়টি দেখতে বলা হয়েছে।” প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে আইনি জটিলতা থাকায় নতুন প্রধান এখনও নির্বাচিত হয়নি। উপ-প্রধান নুরজাহান বিবি প্রধানের দায়িত্বে আছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। মুরারই ১-এর বিডিও আবুল কালাম অবশ্য বলেন, “দুর্নীতি হয়নি। নিয়ম মেনেই কাজ হয়েছে।”

বিষ্ণুপুর মেলা শুরু

নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

শুরু হল বিষ্ণুপুর মেলা। বিষ্ণুপুর হাইস্কুল এবং কে জি ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে মঙ্গলবার শুরু হল পাঁচদিনের এই মেলা। ২৭তম বিষ্ণুপুর মেলার উদ্বোধন করেন মেলা কমিটির সভাপতি তথা রাজ্যের বস্ত্র মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বলেন, “বিষ্ণুপুরের কালজয়ী শিল্প-সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই বিষ্ণুপুর মেলার সূচনা। এখন এই মেলা জাতীয় স্তরের পরিচিতি পেয়েছে।” মেলায় এ বার জেলার হস্ত ও কুটির শিল্পীরা ১৮০টি স্টলে নিজেদের পসরা নিয়ে বসেছেন। তেমনই রাজ্যের অন্য জেলার শিল্পীরাও বিভিন্ন স্টলে মেলে ধরেছেন নিজেদের শিল্প-সামগ্রী। বিষ্ণুপুরের ধ্রুপদ, জেলার ভাদু, টুসু, ঝুমুর, বাউল গানের সঙ্গে মেলার মঞ্চে শোনা যাবে কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলার শিল্পীদের গানও।

ধিক্কার মিছিল

নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান

জঙ্গিহানার প্রতিবাদ। বান্দোয়ানে মঙ্গলবার।

পেশোয়ারের সেনা স্কুলে জঙ্গি হানার প্রতিবাদে বান্দোয়ানে ধিক্কার মিছিল হল। মঙ্গলবার ভজহরি মাহাতো স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বান্দোয়ান বাজারে এই মিছিল হয়। লোকসেবক সঙ্ঘের সচিব সুশীল মাহাতো জানান, ২৩ ডিসেম্বর জেলার প্রথম সাংসদ ভজহরি মাহাতো মারা যান। তাঁর সঙ্গেই জঙ্গী হানায় নিহত শিশুদের স্মরণে মিছিল করা হয়।

মাকে খুন, সাজা ছেলের

মা-কে হত্যার দায়ে যাবজ্জীবন কারাবাসের সাজা হল ছেলের, অভিযুক্ত রাখহরি লায়েক ওন্দা থানার পুরুষোত্তমপুরের বাসিন্দা, ২০১৩ সালের ১৯ জানুয়ারির ঘটনা, ওই দিন রাখহরিবাবু তাঁর মা যমুনা লায়েক(৫৫)-এর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন, ওই দিনই বিষ্ণুপুর হাসপাতালে মৃত্যু হয় যমুনাদেবীর, ঘটনার কয়েক সপ্তাহ পরে ৩ ফেব্রুয়ারি ওন্দা থানায় রাখহরিবাবুর বিরুদ্ধে মাকে হত্যা করার অভিযোগ দায়ের করেন তাঁর ভাই নিতাই লায়েক, রাখহরিবাবুকে পুলিশ গ্রেফতার করলে পরে তিনি জামিন পেয়ে যান, ওই বছরই ২৩ মার্চ পুলিশ ঘটনার চার্জশিট জমা দেয়, মঙ্গলবার বাঁকুড়া জেলা জজ কুন্দনকুমার কুমাই রাখহরিবাবুর সাজা ঘোষণা করেন, বাঁকুড়ার পাবলিক প্রসিকিউটার রীনা চক্রবর্তী বলেন, ৩০৪ এর ‘ক’ ধারায় রখহরিকে যাবজ্জীবন কারাবাস ও নগদ ৫ হাজার টাকা জরিমানার সাজা দেওয়া হয়েছে।

জিতল রামপুরহাট

সিএবি পরিচালিত অনূর্ধ্ব ১৫ আন্তঃমহকুমা লিগ কাম নক আউট ক্রিকেট ম্যাচে রামপুরহাট মহকুমার কাছে ১৪৫ রানে হারল উলুবেড়িয়া মহকুমা। মঙ্গলবার রামপুরহাট ক্রীড়া সংস্থার মাঠে গাঁধী স্টেডিয়ামে রামপুরহাট মহকুমা ২৭৪ রান করে। ১২৯ রান করে উলুবেড়িয়া মহকুমা। এই নিয়ে তিনটি খেলায় উলুবেড়িয়া মহকুমা পরাজিত হল। বুধবার হাওড়া মহকুমার সঙ্গে তাদের শেষ খেলা।

প্রতিবাদ মিছিল

সারদাকাণ্ডে জড়িতদের গ্রেফতার-সহ নানা দাবিতে মঙ্গলবার কংগ্রেস ও বিজেপি প্রতিবাদ করে বিজেপি এবং কংগ্রেস। সাঁইথিয়ায় কংগ্রেস আমোদপুর-চৌরঙ্গী মোড়ে অবরোধ করে এবং কোটাসুরে মিছিল ও সভা করে বিজেপি।

দুর্ঘটনায় যানজট

ট্রেলার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটল হুড়ার হাটতলা মোড়ে। মঙ্গলবার দুপুরের ঘটনা। রাস্তা সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্কুল নির্বাচন

ঝালদা সত্যভামা বিদ্যাপীঠের পরিচালন সমিতি নির্বাচনে জয়ী হল কংগ্রেস। রবিবার নির্বাচনে কংগ্রেস ছ’টি আসনেই তৃণমূলকে পরাজিত করে। অন্য দিকে, পুরুলিয়া ২ ব্লকের ঘঙা উচ্চবিদ্যালয় নির্বাচনে ছ’টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল।

brief story puru tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy