Advertisement
১৯ মে ২০২৪
Crime

Crime: বীরভূমে খুন বালি ব্যবসায়ী, রাত ১১টা নাগাদ রাস্তায় ঘিরে ধরে গুলি সাঁইথিয়ায়

কমলকান্তি দে ওরফে রাজু নামে ওই ব্যবসায়ী একটি পেট্রল পাম্পের মালিক। বালির কারবারও করতেন। রাতে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি।

চারটি বুলেট লাগে ব্যবসায়ীর শরীরে।

চারটি বুলেট লাগে ব্যবসায়ীর শরীরে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বীরভূম শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ০১:১৫
Share: Save:

রাতের অন্ধকারে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হলেন বীরভূমের সাঁইথিয়ার এক বালি ব্যবসায়ী। অকুস্থলেই মৃত্যু হয় তাঁর। সোমবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বীরভূমের সাঁইথিয়া এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, কমলকান্তি দে ওরফে রাজু নামে ওই ব্যবসায়ী একটি পেট্রল পাম্পের মালিক ছিলেন। তাছাড়া বালির কারবারও করতেন। সোমবার রাত ১১টা নাগাদ নিজের পেট্রল পাম্প থেকে কাজ সেরে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন তিনি। সাঁইথিয়া সারদা মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। তার পর কয়েক সেকেন্ডের ব্যবধানে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। পালানোর চেষ্টা করলে ব্যবসায়ীর পিঠ বরাবর মোট চারটি বুলেট বিঁধে যায়। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দে স্থানীয়রা বেরিয়ে এলে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাঁইথিয়া হাসপালাতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ, ব্যবসায়িক ঝামেলার জেরেই এই খুন। এ নিয়ে পুলিশের কাছে তাঁরা অভিযোগ জানাচ্ছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Gun Shot Death Murder Birbhum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE