Advertisement
১৭ জুন ২০২৪
Bankura

সৌমিত্র-সুজাতার বিষ্ণুপুর উত্তপ্ত ভোট মিটতেই! তৃণমূলের পতাকা, পোস্টার ছিঁড়ে পোড়ানো হল রাতে

বাম আমল থেকেই রাজনৈতিক হিংসার কারণে বার বার খবরের শিরোনামে উঠে এসেছে ইন্দাস। শনিবার সেখানকার জয়নগর গ্রামে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ মিটে যাওয়ার পরেই এলাকা উত্তপ্ত হতে শুরু করে।

—নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বিষ্ণুপুর শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৭:৪৩
Share: Save:

ভোটের পরেই উত্তপ্ত হল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ইন্দাস ব্লকের জয়নগর গ্রাম। শনিবার ভোট মিটতেই ওই গ্রামে তৃণমূলের বহু পতাকা, পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, পরাজয় নিশ্চিত জেনে এই কাজ করেছে বিজেপি। দায় অস্বীকার করে পদ্মশিবিরের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।

বাম আমল থেকেই রাজনৈতিক হিংসার কারণে বার বার খবরের শিরোনামে উঠে এসেছে ইন্দাস। শনিবার সেখানকার জয়নগর গ্রামে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ মিটে যাওয়ার পরেই এলাকা উত্তপ্ত হতে শুরু করে। অভিযোগ, রাতে একদল দুষ্কৃতী গ্রামে হানা দিয়ে তৃণমূলের পতাকা, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয়। রবিবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, ‘‘শনিবার ভোটের পর বিজেপি বুঝে গিয়েছে, বিষ্ণুপুর লোকসভায় তাদের পরাজয় নিশ্চিত। তাই হতাশায় আমাদের দলের পতাকা, পোস্টার, ব্যানার ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিয়েছে। এটাই বিজেপির সংস্কৃতি। এ ভাবে ভোটে জেতা যায় না।’’ বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, ‘‘মিথ্যা অভিযোগ। অন্য দলের পতাকাও রাস্তায় পড়ে থাকলে তা তুলে রাখাই বিজেপির সংস্কৃতি। ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দল শুরু হয়ে গিয়েছে। এই ঘটনা তারই পরিণতি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE