Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ময়ূরেশ্বরে বিয়ে রুখলেন বিডিও

ফের আরও এক নাবালিকার বিয়ে রুখে তাকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করলেন ময়ূরেশ্বর ২ নং ব্লকের বিডিও সৈয়দ মাসুদুর রহমান।

ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলছেন বিডিও। নিজস্ব চিত্র।

ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলছেন বিডিও। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ময়ূরেশ্বর শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০১:৫৩
Share: Save:

ফের আরও এক নাবালিকার বিয়ে রুখে তাকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করলেন ময়ূরেশ্বর ২ নং ব্লকের বিডিও সৈয়দ মাসুদুর রহমান। বছর খানেক আগেও স্থানীয় কুস্তোর গ্রামে বাবাকে অন্ধকারে রেখে ময়ূরেশ্বর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে নিকট আত্মীয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন মা। স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে গ্রামে গিয়ে সেই বিয়ে রুখে দেন বিডিও। ছাত্রীটিকে স্কুলে ফেরানোর ব্যবস্থাও করেন তিনি। আর এ দিন চাইল্ড লাইনের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় উলকুণ্ডা গ্রামে হানা দেন বিডিও। ওই গ্রামেও আগামী ২০ জুন নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে চূড়ান্ত করে ফেলেন তাঁর পরিবারের লোকজন। বিডিও গিয়ে শুধু আইনগত বাধাই নয়, বাল্যবিবাহের কুফল সম্পর্কেও পরিবারের লোকেদের বোঝান। তাতেই কাজ হয়। পরিবারের তরফে ১৮ বছরের আগে আর মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেখা দেওয়া হয়। ওই ছাত্রীর বাবা জানান, আমরা এত সব জানতাম না। আমাদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Child-marriage BDO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE