Advertisement
০৬ মে ২০২৪

থাপ্পড় মারার নালিশ

বামপন্থী কৃষক ও খেত মজুর সংগঠনের সমাবেশে ভিড়ের জেরে পথ বন্ধ। এই অবস্থায় স্কুটি নিয়ে ওই রাস্তায় ঢুকে পড়েছিলেন এক বধূ। কিন্তু কিছুটা এগিয়েই বুঝতে পারেন, কোনও দিকেই যাওয়া মুশকিল। অভিযোগ, তাতে রেগে গিয়ে এক সিপিএম কর্মীকে চড় মারেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০২:৫১
Share: Save:

বামপন্থী কৃষক ও খেত মজুর সংগঠনের সমাবেশে ভিড়ের জেরে পথ বন্ধ। এই অবস্থায় স্কুটি নিয়ে ওই রাস্তায় ঢুকে পড়েছিলেন এক বধূ। কিন্তু কিছুটা এগিয়েই বুঝতে পারেন, কোনও দিকেই যাওয়া মুশকিল। অভিযোগ, তাতে রেগে গিয়ে এক সিপিএম কর্মীকে চড় মারেন তিনি। এমনকী, রাস্তার সামনে কেন নো এন্ট্রি বোর্ড লাগানো হয়নি, সেই প্রশ্ন করে ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকা এক সিভিক ভল্যান্টিয়ারকেও থাপ্পড় মেরে বসেন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ওই বধূকে আটক করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার বাঁকুড়ার মাচানতলা এলাকায় বন দফতরের অফিসের সামনে সমাবেশের আয়োজন করেছিল বামপন্থী কৃষক ও খেত মজুর সংগঠনগুলি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাম সমর্থকেরা এসেছিলেন ওই সমাবেশে। ফলে মাচানতলা চৌমাথা মোড়ের ডিআইবি অফিসের সামনে থেকে বন দফতরে যাওয়ার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে রাখে পুলিশ।

বিষয়টি বুঝতে না পেরেই স্কুটি চালিয়ে ওই রাস্তায় ঢুকে পড়েন অভিযুক্ত বধূ। ভিড়ের মাঝে লোকজনের প্রশ্নের মুখে পড়েই মেজাজ হারিয়ে ওই কাণ্ড বাঁধান তিনি। স্থানীয় সূত্রের খবর, ওই বধূর স্বামী পুরুলিয়ার একটি থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত।

বাঁকুড়া সদর থানা জানিয়েছে, এ দিন বিকেল পর্যন্ত থানায় লিখিত ভাবে কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ জমা পড়লেই মামলা রুজু হবে। সিপিএমের কৃষক সভার জেলা সম্পাদক যদুনাথ রায় বলেন, “এমন ঘটনা আমি শুনিনি।” বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, “খোঁজ নিয়ে দেখছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Slap Wife CPIM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE