Advertisement
২০ মে ২০২৪

মুরারইয়ে তৃণমূলে যোগদান

মুরারই ১ ব্লক কংগ্রেস সভাপতি আলি মোর্তাজা খান গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বামফ্রন্ট জোটের প্রার্থী ছিলেন। তৃণমূলের আবদুর রহমানের কাছে মাত্র ২৮৬ ভোটে তিনি পরাজিত হয়েছিলেন। তাই আলি মোর্তাজা তৃণমূলে যোগদান করায় শাসকদলের দাবি, এলাকায় বিরোধী শক্তি বলে আর কিছু থাকল না।

নিজস্ব সংবাদদাতা
মুরারই শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ০১:১৭
Share: Save:

বছর না ঘুরতেই এ বার তৃণমূলে যোগ দিলেন মুরারই বিধানসভার কংগ্রেস প্রার্থী আলি মোর্তাজা খান। শনিবার জেলা তৃণমূল মুরারই ১ ব্লকে মহামিছিল করে। মুরারই নতুন বাজার এলাকা থেকে ভাদীশ্বর মোড় পর্যন্ত মিছিলে যোগ দেন বহু তৃণমূল কর্মী। মিছিলের পরে কর্মিসভায় তৃণমূলে যোগ দেন আলি মোর্তজা খান ও তাঁর বহু অনুগামী। ওই সভাতেই তৃণমূলে যোগ দেন সিপিএমের মুরারই লোকাল কমিটির সম্পাদক তথা মুরারই ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আব্দুস সামাদ-সহ এলাকার বহু বামফ্রন্ট কর্মী-সমর্থক। সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহ, দুই বিধায়ক আব্দুর রহমান ও মৈনউদ্দিন শামস এবং বীরভুম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী।

মুরারই ১ ব্লক কংগ্রেস সভাপতি আলি মোর্তাজা খান গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বামফ্রন্ট জোটের প্রার্থী ছিলেন। তৃণমূলের আবদুর রহমানের কাছে মাত্র ২৮৬ ভোটে তিনি পরাজিত হয়েছিলেন। তাই আলি মোর্তাজা তৃণমূলে যোগদান করায় শাসকদলের দাবি, এলাকায় বিরোধী শক্তি বলে আর কিছু থাকল না।

আলি মোর্তাজা বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের নির্দেশে এলাকার উন্নয়নমূলক কাজে সামিল হতে চাই। সেই জন্য তৃণমূলে যোগদান করলাম।’’ আব্দুস সামাদের বক্তব্য অবশ্য পাওয়া যায়নি। কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, ‘‘তৃণমূল এখনও স্বাবলম্বী হতে পারল না। নীতিহীন ভাবে অন্য দল থেকে ভাঙিয়ে নেতাদের কেনাবেচা করছে দেখে দুঃখ লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE