Advertisement
২৫ এপ্রিল ২০২৪
কোভিড হাসপাতাল
Corona

কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি ওন্দায়

বিক্ষোভরত ঠিকাকর্মীদের অভিযোগ, করোনা রোগীদের ওয়ার্ড সাফাই করা থেকে দেহ প্লাস্টিকে মোড়া, সব কাজই করতে হচ্ছে। অথচ, অন্য কর্মীদের চেয়ে তাঁদের বেতন কম দেওয়া হচ্ছে।আজ, বৃহস্পতিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ওন্দা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ০০:৫৭
Share: Save:

ঠিকাকর্মীরা কর্মবিরতির পথে হাঁটলে কী ভাবে সামাল দেওয়া যাবে, তা নিয়ে এ দিন জেলাশাসক এস অরুণপ্রসাদ স্বাস্থ্য-কর্তাদের সঙ্গে ‘ভিডিয়ো কনফারেন্স’ করেন। ওই হাসপাতালে প্রায় ৮২ জন ঠিকাকর্মী রয়েছেন। তাঁরাই নিরাপত্তা থেকে শুরু করে রোগীদের ওয়ার্ডে নিয়ে যাওয়া, সাফাই, রোগীদের খাবার পৌঁছনোর মতো কাজ করেন। জেলাশাসকের কথায়, “হাসপাতালের পরিষেবা সচল রাখাই আমাদের মূল লক্ষ্য।” শ্যামলবাবুও বলেন, “রোগীদের যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থা আমরা স্থির করে রেখেছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Corona Onda Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE