করোনা পজ়িটিভ ৭৮ বছরের এক বৃদ্ধের মৃত্যু হল। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে তাঁর। তবে পরিবারের তরফে কোথাও লিখিত অভিযোগ করা হয়নি। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত ৩৫ জনের মৃত্যু হল।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বোলপুরের রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রতনপল্লি এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ কিছু দিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে শারীরিক সমস্যা আরও প্রকট হয়। শেষমেষ করোনার উপসর্গ থাকায় বুধবার ওই বৃদ্ধকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দিন র্যাপিড টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করানো হয়। নেগেটিভ রিপোর্ট আসে। এর পরে ওই বৃদ্ধকে বাড়ি আনার পরে ফের অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি বোলপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ফের করোনা পরীক্ষা করা হয়। শনিবার সকালে করোনা রিপোর্ট পজ়িটিভ আসে। তখন আবার বোলপুর কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেখানে কয়েক ঘণ্টা ভর্তি থাকার পরে শনিবার রাতে মৃত্যু হয় ওই বৃদ্ধের। মৃতের পরিজনদের অভিযোগ, বোলপুর কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ঠিক ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না। দায়সারা চিকিৎসা চলছে। মৃতের ছেলে বলেন, ‘‘বেসরকারি হাসপাতাল থেকে কোভিড হাসপাতলে বাবাকে ভর্তির জন্য নিয়ে এলে সেখানে ভর্তি না করে ৩০ মিনিট গাড়ির মধ্যে বসিয়ে রাখা হয়। অ্যাম্বুল্য়ান্সের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা ছিল না।’’ কোভিড হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিক তথা সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার শোভন দে-এর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে রবিবার বিকেল পর্যন্ত এই বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে কোথাও কোনও লিখিত অভিযোগ করা হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সরকারি প্রক্রিয়া মেনেই এ দিন শেষকৃত্য হয়। কোভিডে মৃত্যুর কথা জানাজানি হওয়ায় এলাকার বাসিন্দারা সতর্ক হয়েছেন। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বীরভূমে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৫ জন।
জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯